ফুটবল বিশ্বের অন্যতম রোমাঞ্চকর লড়াই এল-ক্ল্যাসিকো, যেখানে মুখোমুখি হয় দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। প্রতি মৌসুমেই ফুটবলপ্রেমীরা অপেক্ষায় থাকেন এল ক্যাসিকো মাঠে গড়ানোর।
চলতি মৌসুমে লা লিগায় মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোর দিনক্ষণ চুড়ান্ত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। চলতি বছরের ১৬ অক্টোবর রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় মাঠে গড়াবে ম্যাচটি।
লা লিগায় শিরোপা দৌড়ে এল ক্ল্যাসিকোর ফল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুই দলই এই ম্যাচ থেকে যেভাবেই হোক জয় ছিনিয়ে নিতে মরিয়া হয়ে ওঠে।
এবারের আসরে এখন পর্যন্ত কোনো পয়েন্ট হারায়নি রিয়াল মাদ্রিদ। অন্যদিকে প্রথম ম্যাচে ড্র করলেও এরপর টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে জাভি হার্নান্দেজের দল।
মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোর আগে ইনজুরি নিয়ে বেশ চিন্তায় আছে বার্সেলোনা ডাগআউট। চলতি আন্তর্জাতিক বিরতিতে বার্সেলোনার বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন।
বার্সেলোনার রক্ষণভাগের অন্যতম ভরসা জুলস কুন্দে ও আরাউহো ইতিমধ্যে মাঠের বাইরে চলে গেছেন। কবে নাগাদ ফিরবেন এখনো জানায়নি বার্সা। অন্যদিকে মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ং এবং ফরোয়ার্ড মেম্পিস ডিপাইও চোট পেয়েছেন।
অন্যদিকে রিয়াল মাদ্রিদ শিবিরে নেই কোনো ইনজুরি সমস্যা। ফলে পূর্ণ শক্তি নিয়ে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামতে পারবে দলটি।
সর্বশেষ লা লিগার লড়াইয়ে লড়াইয়ে রিয়ালের মাঠে ৪-০ গোলে জয়ের সুখস্মৃতি রয়েছে বার্সেলোনার। তবে তার আগের লড়াইয়ে নিজেদের মাঠে ২-১ গোলের ব্যবধানে হারতে হয়েছিল রিয়ালের বিপক্ষে।
স্পোর্টসমেইল২৪/এসকেডি