কাতার বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের জন্য বড় অঙ্কের আর্থিক বোনাস ঘোষণা করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতেই আগেভাগে এই ঘোষণা দিয়েছে তারা।
খেলোয়াড়দের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেই বোনাসের পরিমাণ ঠিক করা হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন ধাপে ধাপে বোনাস দেওয়া হবে বলে নিশ্চিত করেছে তারা। খেলোয়াড়দের পক্ষ থেকে প্রতিনিধি দলে ছিলেন ম্যানুয়েল নয়্যার, টমাস মুলার, জশুয়া কিমিখ ও ইলকাই গুনদোয়ান।
কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব পার করে শেষ ষোলোতে উঠতে পারলেই জার্মানি বিশ্বকাপ দলে থাকা প্রত্যেক খেলোয়াড় পাবেন ৫০ হাজার ডলার। শেষ আটে উঠলে পরিমাণ বেড়ে সেটা হবে এক লাখ ডলার।
শেষ চারে উঠলে মুলার-নয়্যারদের জন্য বরাদ্দ থাকছে দেড় লাখ ডলার। তবে সেমিতে হেরে গেলেও বোনাস হাতছাড়া হবে না তাদের। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে জিততে পারলে পাবেন দুই লাখ ডলার।
ফাইনালে উঠে যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে জার্মানির প্রত্যেক খেলোয়াড়কে পকেট ভর্তি বোনাস দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।
সেক্ষেত্রে তাদের প্রত্যেকে পাবেন তিন লাখ ৯০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাড়ায় চার কোটি ১০ লাখ টাকা। তবে ফাইনাল হারলেও বোনাস পাবেন জার্মান ফুটবলাররা। রানার্সআপ হলে দুই লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার।
২০১৮ সালেও বিশ্বকাপের আগে এমন বোনাসের ঘোষণা দিয়েছিল জার্মানি। তখন বোনাসের পরিমাণ ছিল প্রত্যেক খেলোয়াড়ের জন্য তিন লাখ পঞ্চাশ হাজার ডলার। তবে সেবার চ্যাম্পিয়ন তো দূরের কথা শেষ ষোলোতেই উঠতে পারেনি তারা।
চলতি বছরের ২০ নভেম্বর কাতারে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। ২৩ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে জাপানের মুখোমুখি হবে জার্মানি। গ্রুপ ‘ই’ তে জার্মানদের বাকি দুই প্রতিপক্ষ স্পেন ও কোস্টারিকা।
স্পোর্টসমেইল২৪/এসকেডি