সুইসদের কাছে হেরে পর্তুগালের দিকে তাকিয়ে এনরিকে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২
সুইসদের কাছে হেরে পর্তুগালের দিকে তাকিয়ে এনরিকে

উয়েফা নেশন্স লিগে শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে স্পেনকে দেখে হয়তো একটু ভড়কেই গিয়েছিলেন স্প্যানিশ সমর্থকরা। যে দলটি গোছানো ফুটবল খেলার জন্য বিখ্যাত, সেই দলটিই কিনা পুরো ম্যাচজুড়ে অগোছালো ফুটবল খেললো।

এরকম খেলার মাশুলও দিয়েছে তারা। সুইসদের কাছে ২-১ গোল ব্যবধানে হেরে নেশন্স লিগের ফাইনালে খেলার আশায় বড়সড় ধাক্কা খেয়েছে লুইস এনরিকের দল। এই হারে গ্রুপের শীর্ষস্থানও হারিয়ে ফেলেছে তারা।

এর ফলে গ্রুপের শীর্ষে চার দলের ফাইনালসে খেলতে বুধবার (২৮ সেপ্টেম্বর) পর্তুগালের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই স্পেনের সামনে। পর্তুগালের মাঠে পর্তুগিজদের হারানো খুব একটা কঠিন হবে জানেন স্প্যানিশ কোচ। তাই পর্তুগাল ম্যাচকে ফাইনাল হিসেবেই দেখছেন তিনি।

সুইজারল্যান্ডের বিপক্ষে বলার মতো কোনো আক্রমণই করতে পারেনি তারা। ৭০ শতাংশ সময় বল দখলে রেখেও সুইসদের রক্ষণকে কোনোরকম পরীক্ষাতেই ফেলতে পারেননি স্প্যানিশ ফুটবলাররা। এমনকি নিজের কোচিংয়ে স্পেনকে এত খারাপ কখনো খেলেছে কিনা নিশ্চিত নন তিনি। 

এনরিকে বলেন,  “আমরা ছিলাম দিশাহীন, ভীষণ এলোমেলো। এই দলকে কোচিং করানোর শুরুর পর থেকে এতটা বাজে খেলতে দেখেছি বলে আর মনে পড়ে না। 

তবে দ্রুতই সুইস ম্যাচের ভুল শুধরে নিতে চান তিনি। পর্তুগালের বিপক্ষে জয় ছাড়া আর কিছু চিন্তা করছেন না তিনি। 

এনরিকে বলেন,দ্রুতই এসব শুধরে নিতে হবে আমাদের, কারণ সামনে অপেক্ষায় পর্তুগালে ফাইনাল। সেখানে গিয়ে আমাদের জিততে হবে। বিকল্প আর কিছু নেই।”

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

আন্তর্জাতিক বিরতিতে ‘ক্ষতিগ্রস্ত’ বার্সেলোনা

আন্তর্জাতিক বিরতিতে ‘ক্ষতিগ্রস্ত’ বার্সেলোনা

চেক রিপাবলিককে হারিয়ে শীর্ষে উঠলো পর্তুগাল

চেক রিপাবলিককে হারিয়ে শীর্ষে উঠলো পর্তুগাল

কাতার বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে তিন হাজার তুর্কি পুলিশ

কাতার বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে তিন হাজার তুর্কি পুলিশ

নেশন্স লিগ থেকে অবনমন ইংল্যান্ডের

নেশন্স লিগ থেকে অবনমন ইংল্যান্ডের