সাফ জয়ী নারী ফুটবল দলকে কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২
সাফ জয়ী নারী ফুটবল দলকে কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করা বাংলাদেশ নারী ফুটবল দলে এক কোটি টাকা পুরস্কার দিবে বাংলাদেশ সেনাবাহিনী। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ফুটবলে মেয়েদের এমন সাফল্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অর্ধ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে।

নেপালের কাঠমান্ডুতে দশরথ আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে পরাজিত করে প্রথমবারের মতো আঞ্চলিক শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে টুর্নামেন্টে শক্তিশালী ভারতসহ মুখোমুখি হওয়া সব দলের বিপক্ষেই জয় তুলে নিয়েছে সাবিনা-কৃষ্ণারা।

টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ নারী দলকে এক কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া বাংলাদেশ নারী ফুটবল দলকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হবে।

প্রথম বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করায় দেশে ফেরার পর ছাদখোলা বাসে মেয়েদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। যা দেশের ক্রীড়া ইভেন্টে শিরোপা জয় করার পর প্রথম কোনো সম্বর্ধনা অনুষ্ঠান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেয়েদেরকে ছাদখোলা বাসে মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এ সময় পুরো রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থেকে মেয়েদের শুভেচ্ছা জানান। সাবিনা-কৃষ্ণারাও বাসের উপর থেকে হাত নেড়ে ভক্তদের ভালোবাসার জবাব দেন।



শেয়ার করুন :