ক্যানারি দ্বীপঞ্জে একটি উৎসব চলাকালে বিবাদে লিপ্ত এবং এক নারীকে আহত করেছিলেন রিয়াল সোসিয়েদাদের মিডফিল্ডার ডেভিড সিলভা। এবার ওই ঘটনার জন্য সিলভাকে জরিমানা গুণতে হচ্ছে। অভিযোগের দণ্ডাদেশে তাকে ১ হাজার ৮০ ইউরো জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ডেভিড সিলভার বিরুদ্ধে এমন একটি দণ্ডাদেশের কপি এএফপির হাতে পেয়েছে। চলতি বছরের জুনে মাসপালিমাস উৎসবে ওই ঘটনাটি ঘটেছিল।
সংবাদ মাধ্যমটিতে বলা হয়, ঘটনার সময় সিলভার ধাক্কায় নারীটি মাটিতে পড়ে যান এবং সামান্য আহত হন। বিষয়টি নিয়ে আদলত পর্যন্ত গড়ালে সলিখা নিজের দোষ স্বীকার করেছেন।
দণ্ডাদেশে বলা হয়, বেশ কয়েকজনের সঙ্গে এ সময় বিবাদে লিপ্ত হয়েছিলেন সিলভা। তার কারণেই এক নারী ধাক্কা খেয়ে পড়ে যায় এবং বাঁ-হাতের কনুই, হাঁটু এবং পা’সহ শরীরের বিভিন্ন স্থানে চোট পান তিনি।
২০২০ সালে রিয়াল সোসিয়েদাদে যোগ দেওয়ার আগে দীর্ঘ ১০ বছর ম্যানচেস্টার সিটিতে কাটিয়েছেন সিলভা। স্পেনের সাবেক এ আন্তর্জাতিক ফুটবল তারকা ২০১০ সালে বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করেছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস