কম্বোডিয়া আমাদের চেয়ে খুব বেশি এগিয়ে নেই: জামাল ভুঁইয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২
কম্বোডিয়া আমাদের চেয়ে খুব বেশি এগিয়ে নেই: জামাল ভুঁইয়া

আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল। ফিফা প্রীতি ম্যাচে জামাল ভুঁইয়াদের প্রতিপক্ষ কম্বোডিয়া। র‍্যাঙ্কিংয়ে কম্বোডিয়া (১৭৪) এগিয়ে থাকলেও, মাঠের খেলায় বাংলাদেশ খুব একটা পিছিয়ে নেই বলে দাবি করেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। 

কম্বোডিয়ার বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান বেশ আশা যোগাচ্ছে বাংলাদেশকে। শেষ চারবারের দেখায় তিন জয় বাংলাদেশের, বাকি ম্যাচ ড্র।

শেষবার ২০১৯ সালে কম্বোডিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। রবিউল ইসলামের একমাত্র গোলে ওই ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছিল জিকো-জামালরা।

মোরোদোক টেকো ন্যাশনাল স্টেডিয়ামে বৃহপ্সতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায়  কম্বোডিয়া মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচের আগে অধিনায়ক জামাল ভুঁইয়া বলছেন, র‍্যাঙ্কিংয়ে (১৯২) পিছিয়ে থাকলেও কম্বোডিয়া মাঠের খেলায় খুব একটা এগিয়ে নেই।

জামাল  বলেন, “আমাদের মতোই আরেকটি দলের সঙ্গে ভালো একটা ম্যাচ খেলতে যাচ্ছি। ওরা তো আমাদের চেয়ে খুব একটা এগিয়ে নেই, তাই আমি বলব ৫০-৫০ একটা ম্যাচ হবে। হ্যাঁ, র‌্যাঙ্কিংয়ে ওরা এগিয়ে আছে। তবু আমি এটাকে ৫০-৫০ ম্যাচই বলব।”

তবে ইতিহাস যতই পক্ষে থাকুক, জিততে হলে মাঠে পাওয়া সব সুযোগ কাজে লাগাতে হবে বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি।

“সুযোগগুলো কাজে লাগাতে হবে কাল (আজ), গোল করতে হবে। কম্বোডিয়া দলটি বেশ উদ্যমী ও আত্মবিশ্বাসী, আমরা চেষ্টা করব ওদের আত্মবিশ্বাস নষ্ট করতে” যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।

এই ম্যাচে বাংলাদেশের কোচ হিসেবে প্রথম জয় পেতে পারেন হাভিয়ের কাবেরেরাও। জামালদের ডাগআউটে দাঁড়িয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচের একটাতেও জয় পাননি এই কোচ। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

বিমানবন্দরে কৃষ্ণাদের লাগেজ ভেঙে ডলার চুরি!

বিমানবন্দরে কৃষ্ণাদের লাগেজ ভেঙে ডলার চুরি!

সমর্থন প্রয়োজন, এটা কেবলই সফলতার শুরু

সমর্থন প্রয়োজন, এটা কেবলই সফলতার শুরু

‘এই ট্রফি বাংলাদেশের সব মানুষের’

‘এই ট্রফি বাংলাদেশের সব মানুষের’

মাসুরার বাড়িতে লাল ক্রস চিহ্ন, উচ্ছেদ আতঙ্কে পরিবার

মাসুরার বাড়িতে লাল ক্রস চিহ্ন, উচ্ছেদ আতঙ্কে পরিবার