সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গণমাধ্যমের কল্যাণে সময়সূচি আগেই জেনে গিয়েছিল সাধারণ মানুষ। শিরোপা জেতায় এমনিতে দেশে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আর সোনার মেয়েদের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করায় সেই উচ্ছ্বাস পরিণত হয়েছিল উন্মাদনায়।
বিমানবন্দরে বাংলাদেশ দল নেমেছে দুপুরে ১টা ৪৫ মিনিটে। এরপর ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়েছে তাদের, করানো হয়েছে মিষ্টিমুখ। সূচি অনুযায়ী বিমানবন্দরেই ছোট্ট একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল নারী দলের।
সংবাদ সম্মেলন শুরু হলেও অতিরিক্ত মানুষের চাপে এক পর্যায়ে সেটি বন্ধ করে দিতে বাধ্য হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেটুকু সময় কথা বলেছেন তার মধ্যে এই ঐতিহাসিক ট্রফিকে বাংলাদেশের মানুষের বলে আখ্যায়িত করেছেন অধিনায়ক সাবিনা খাতুন।
সাবিনা বলেন, “বাংলাদেশের ১৬ কোটি মানুষ বলুন বা ১৮ কোটি কিংবা ২০ কোটি, এই ট্রফি বাংলাদেশের সব মানুষের।”
সোনার মেয়েদের সংবর্ধনা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল ছাদখোলা বাসের। যে বাসে করে রোড শো করতে করতে বাফুফে ভবনে নেওয়া হয়েছে তাদের। হাজার হাজার লোকের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন কৃষ্ণা-সানজিদারা। এভাবে রাজসিকভাবে বরণ করে নেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
“আমাদের এত সুন্দর করে বরণ করে নেওয়ার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। বাংলাদেশের মেয়েদের ফুটবল যে আপনারা এত ভালোবাসেন, এসব দেখে আমরা অনেক অনেক গর্বিত” যোগ করেন সাবিনা।
সাবিনাদের বরণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন না থাকলেও বাফুফের উর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল বরণ করে নিয়েছে নারী দলকে।