ওরে তোরা সব জয়ধ্বনি কর! দেশের ফিরেছেন সাফ জয়ী বাংলার সোনার মেয়েরা। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টুর্নামেন্ট সাফের শিরোপা জিতে আজ দুপুর ১.৫০ মিনিটে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বাংলাদেশ নারী দলের সদস্যরা।
বিমানবন্দরে অফিশিয়াল সবকিছু শেষ হলে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। এরপর মিষ্টি মুখ করানো শেষে ছোট্ট একটা সংবাদ সম্মেলন করবে তারা।
এরপর ছাদখোলা বাসে করে কাকলী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, তেজগাঁও, মৌচাক, কাকরাইল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর হয়ে সাবিনা-কৃষ্ণাদের নিয়ে যাওয়া হবে বাফুফে ভবনে।
চ্যাম্পিয়নদের দেশে ফেরা উপলক্ষ্যে সকাল থেকেই বিমানবন্দরের আশেপাশে হাজারো ক্রীড়াপ্রেমী ভিড় করেছেন। বাংলাদেশ, বাংলাদেশ স্লোগানে মুখরিত পুরো বিমানবন্দর এলাকা।
দেশের সোনার মেয়েদের জন্য বিমানবন্দরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভিআইপি গেট থেকে শুরু করে পুরো বিমানবন্দর এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।
পুরো দেশেই এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। দেশের ফুটবলে ছেলে ও মেয়ে মিলিয়ে সর্বোচ্চ স্তরের সাফল্য আসলো প্রায় দেড় যুগ পর। ফলে সাবিনা-কৃষ্ণা-সানজিদাদের ঘিরে বাড়তি উন্মাদনা দেখাচ্ছেন দেশের সকল ক্রীড়াপ্রেমী মানুষ।
স্পোর্টসমেইল২৪/এসকেডি