“ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনী কে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই” বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় সানজিদার ভাইরাল হওয়া স্ট্যাটাসের সবচেয়ে আলোচিত অংশ এটি।
এই স্ট্যাটাস দেওয়ার পর বাংলাদেশে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি উচ্চারিত বা লিখিত শব্দ বোধহয় ‘ছাদখোলা বাস”। রাতে নেপালের দশরথে রেফারির শেষ বাশি বাজার পর যেন ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়ার দাবি গণদাবীতে পরিণত হয়েছে।
সানজিদাদের সেই আক্ষেপ মেটাতে ও বাংলার ক্রীড়াপ্রেমীদের দাবিতে সাড়া দিয়ে ছাদখোলা বাসের ব্যবস্থা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে সাবিনাদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের বিমান ঢাকায় নামবে।
এরপরই বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) ভবন পর্যন্ত সাবিনা-মারিয়াদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়া হবে নিশ্চিত করেছেন তিনি।
ঢাকায় ছাদখোলা বাসের ব্যবস্থা না থাকলেও সানজিদার আক্ষেপ ঘোচাতে ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
রাসেল বলেন, “আমাদের দেশে যদিও ছাদখোলা কোনো বাস নেই ঢাকায়। তারপরও আমরা তাদের জন্য একটা ব্যবস্থা করেছি। তাদেরকে ছাদখোলা বাসে বিমানবন্দর থেকেই সংবর্ধনা দেব আমরা। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত তাদের আমরা নিয়ে যাব। তাদের মনের আশা পূরণ করব।”
বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী আরও বলেন, “আমাদের ফুটবলার সানজিদা আক্ষেপ করে বলেছিল যে হয়তো তাদের ছাদখোলা কোনো বাসে সংবর্ধনা দেয়া হবে না। কিন্তু তারপরও তারা দেশের জন্য শিরোপা জিততে চায়। তার সে আক্ষেপ দেখে আমাদের অন্তরে ব্যথা লেগেছে।”
এর আগে নেপালের কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।
স্পোর্টসমেইল২৪/এসকেডি