বয়সভিত্তিক দলগুলোর সাফল্য পাশে সরিয়ে রাখলে দেশের ফুটবলে সাফল্য শব্দটাই নিখোঁজ বেশ অনেক দিন ধরেই। সর্বশেষ দেড় যুগের বেশি সময় আগে ২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল।
এরপর থেকে পুরুষ বা নারী কোনো জাতীয় দলই কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি। লম্বা সময়ের শিরোপা খরা কাটতে পারে আজ বিকেলেই। নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫.১৫ মিনিটে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
ফাইনালের আগের দিন নারী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সানজিদা’র দেওয়া এক ফেসবুক পোস্ট বাংলাদেশের ক্রীড়া প্রেমীদের আবেগাক্রান্ত করে তুলেছে। নেপালকে হারালেই ১৯ বছর পর দেশের ফুটবলে কোনো বড় সাফল্যে আসবে।
ফাইনালের আগে দেওয়া স্ট্যাটাসে নিজেদের সর্বোচ্চ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সানজিদা। সেই স্ট্যাটাসের পর সানজিদা-সাবিনাদের অনুপ্রেরণা যোগাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ফাইনালের আগে সানজিদার স্ট্যাটাসে হৃদয় ছুঁয়েছে ভক্তদের
স্ট্যাটাসে মেয়েদের চাপ নয় বরং নির্ভার হয়ে খেলার পরামর্শ দিয়েছেন ম্যাশ। শুভকামনা জানিয়ে মাশরাফি বলেন, “অভিনন্দন তোমাদের, যা কিছু করেছ, তার জন্য। চাপ নয়, নির্ভার হয়ে খেলাকে উপভোগ করো আজ। শুভকামনা বাংলাদেশ।”
মেয়েদের উদ্দেশ্য মাশরাফি আরও বলেন, দেশের প্রতিনিধিত্ব করাই জীবনের সবচেয়ে আনন্দের বিষয়। “বাবাকে হারিয়ে,মার শেষ সম্বল আর বোনের অলংকার দিয়ে তোমরা বাংলাদেশকে অলংকৃত করেছ। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারার চেয়ে, এক জীবনে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না” যোগ করেন মাশরাফি।
নারীদের চলমান সাফ চ্যাম্পিয়নশিপে শুরু থেকে দুর্দান্ত ছন্দে রয়েছে সাবিনা-সানজিদারা। একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে। অথচ নিজেরা এখন পর্যন্ত কোনো গোলই হজম করেনি। এই ধারা অব্যাহত থাকলে হয়তো আজ বিকেলেই দেশের ফুটবলে দেড় যুগের শিরোপা খরা কাটতে পারে মেয়েদের হাত ধরেই।
স্পোর্টসমেইল২৪/এসকেডি