সাফ ওমেন চ্যাম্পিয়নশীপ ক্রমেই সাবিনাময় হয়ে উঠেছে। এখন পর্যন্ত আসরের সবগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করা বাংলাদেশ দলের অধিনায়ক স্ট্রাইকার সাবিনা খাতুন চলমান টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতার আসন দখল করেছেন। সর্বশেষ ম্যাচেও ভুটনের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি।
চলমান সাফ ওয়েন চ্যাম্পিয়শীপ টুর্নামেন্ট সাবিনার এটি দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে পাকিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক করেছেন সাবিনা। সর্বোপরি এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩২টি গোল করেছেন সাবিনা। অবশ্য তার এবং দলের এমন অসাধারণ সফলতার নেপথ্যে রয়েছেন প্রধান কোচ গোলাম রব্বানি ছোটন।
দুর্দান্ত এমন পারফর্মেন্সে প্রতিনিয়তই প্রশংসায় ভাসছেন সাবিনা। নিজের এমন অসাধারণ পারফর্মেন্সের নেপথ্যের কারণ নিয়ে প্রশ্ন করা হলে সাবিনা বলেন, ‘সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দিতে। আরও ভালো দেওয়ার চেষ্টা করবো ফাইনালে। স্যারের সঙ্গে (ছোটন) আমাদের পরিকল্পনাটা হয় দুর্দান্ত। তিনি যেভাবে পরিকল্পনা করেন সেভাবে খেলার চেষ্টা করেছি।’
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) নেপালের দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত ম্যাচে ভুটানের বিপক্ষে ৮-০ গোলে জয়ের পর ম্যাচ সেরা এ ফুটবলার বলেন, ‘বড় ব্যবধানে ম্যাচ জয় করতে পেরে ভালো লাগছে। স্যার (ছোটন) সব সময় আমাদের সঙ্গেই থাকেন।’
‘আসলে তিনিই আমাদের বড় প্রাপ্তি। আমরা জানি পরিশ্রমের ফসল সবাই পায়। অবশ্যই এটা স্যারের ক্রেডিট (কৃতিত্ব)। স্যারের মতো একজন শিক্ষক পেয়েছি বলেই মেয়েরা এতো উজ্জীবিত।’-যোগ করেন সাবিনা।
ব্যক্তিগত প্রসঙ্গে সাবিনা বলেন, ‘আমি নিজের সর্বোচ্চটা সব সময় দিয়ে যাওয়ার চেষ্টা করবো। ভুটান গোল হজম করলেও দারুণ খেলেছে। বাংলাদেশের নারী ফুটবলও যে উন্নতি করেছে তার চিত্রটা আপনারাই দেখছেন।’
স্পোর্টসমেইল২৪/আরএস