রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু প্রভাব ফেলেছে ইংল্যান্ডের সবখানেই। রানীর মৃত্যুতে ১০ দিনের শোক পালন করছে দেশটি। এই কয়দিনে দেশজুড়ে নানাভাবে স্মরণ করা হবে রানীকে। রাষ্ট্রীয়ভাবে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রানীর অন্ত্যেষ্টিক্রিয়া।
ফলে এত বড় আয়োজনে নিরাপত্তা দেওয়ার জন্য অতিরিক্ত পুলিশ প্রয়োজন হবে এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে দেশের অন্যান্য জায়গায় নিরাপত্তা দেওয়ার জন্য পর্যাপ্ত পুলিশ পাওয়া যাবে না আগামী কিছুদিন।
আর এই কারণেই চ্যাম্পিয়নস লিগে রেঞ্জার্স ও নাপোলির ম্যাচটি পিছিয়ে দিয়েছে উয়েফা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নাপোলিকে ঘরের মাঠে আতিথেয়তা দেওয়ার কথা ছিল রেঞ্জার্সের।
কিন্তু ম্যাচের দিন নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট পুলিশ পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। ফলে ম্যাচটি মঙ্গলবার থেকে সরিয়ে ১৮ সেপ্টেম্বর (রোববার) নিয়ে গেছে উয়েফা।
এর আগে রানীর মৃত্যুতে শোক জানিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চলতি সপ্তাহের ম্যাচগুলো স্থগিত করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এছাড়া ক্রিকেটেও ছিল শোকের ছায়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার টেস্টের একদিন স্থগিত ছিল খেলা।
The #UCL match between Rangers and Napoli, originally to be played on Tuesday 13 September, has been rescheduled for Wednesday 14 September.
— UEFA (@UEFA) September 11, 2022
Full story: ⬇️
চ্যাম্পিয়নসের লিগের চলতি মৌসুমে উড়ন্ত সূচনা পেয়েছে নাপোলি । ইংল্যান্ড জায়ান্ট লিভারপুলকে নিজেদের মাঠে ৪-১ গোলের ব্যবধানে গুড়িয়ে এবারের ইউরোপা সেরার আসর শুরু করেছেন ইতালিয়ান ক্লাবটি।
অন্যদিইকে ৪-০ গোলের হার দিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে রেঞ্জার্স। ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের সবার তলানীতে রেঞ্জার্স। অন্যদিকে চার দলের মধ্যে দুই নম্বরে রয়েছে নাপোলি।
স্পোর্টসমেইল২৪/এসকেডি