বিশ্বকাপে পৌঁছে ব্যর্থ, নিউজিল্যান্ড কোচের পদত্যাগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৬ এএম, ২৪ নভেম্বর ২০১৭
বিশ্বকাপে পৌঁছে ব্যর্থ, নিউজিল্যান্ড কোচের পদত্যাগ

রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে দলকে পৌছে দিতে না পারায় পদত্যাগ করেছেন নিউজিল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রধান কোচ এন্থনি হাডসন। বৃহস্পতিবার অল হোয়াইটসদের ব্যর্থতার দায় নিয়ে এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

বাছাইপর্বের প্লে অফ ম্যাচের শেষ যুদ্ধে পেরুর কাছে ২-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপের টিকিট লাভে ব্যর্থ হয় নিউজিল্যান্ড। গত সপ্তাহে লিমায় অনুষ্ঠিত ফিরতি লেগের ম্যাচে হারের কারণে প্লে অফের দুই ম্যাচে ০-২ গোলে পিছিয়ে থেকে বিশ্বকাপে অংশগ্রহনের সুযোগ থেকে বঞ্চিত হয় অল হোয়াইটরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাডসন বলেন, ‘তিনি আর নিউজিল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করতে চান না। টানা তিন বছর এই দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে অল হোয়াইটরা বিশ্বকাপে অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করতে না পারায় তিনি দুঃখিত প্রকাশ করেছেন।’

এদিকে অস্ট্রেলিয়া ফুটবলকে বিশ্বকাপে পৌছে দিয়েই দায়িত্ব ছেড়ে দিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ এনজি পস্তেকোগলু। রাশিয়া বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে কোচের এমন সিদ্ধান্তে নতুন কারো সন্ধানে নেমেছে অস্ট্রেলিয়া।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ান কোচের এ কেমন সিদ্ধান্ত

অস্ট্রেলিয়ান কোচের এ কেমন সিদ্ধান্ত

শীর্ষস্থান নিজেদের দখলেই রাখলো ম্যান সিটি

শীর্ষস্থান নিজেদের দখলেই রাখলো ম্যান সিটি

সেলটিককে উড়িয়ে দিল নেইমার-কাভানি

সেলটিককে উড়িয়ে দিল নেইমার-কাভানি

পিএসজিতে নেইমারই পেনাল্টি নেবেন

পিএসজিতে নেইমারই পেনাল্টি নেবেন