সাফ ওমেন চ্যাম্পিয়নশিপে আনজু তামাংয়ের হ্যাটট্রিকসহ চার গোলে ভর করে মালদ্বীপকে ৯-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। শনিবার দশরথ রঙ্গশালায় অনুষ্ঠিত এ-গ্রুপের দ্বিতীয় ম্যাচে বিজীয় দলের পক্ষে জোড়া গোল করেছেন গ্রেস দাংমাই।
এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের সেমি-ফাইনাল নিশ্চিত করলো ভারত। একই সঙ্গে পাকিস্তানকে ৬-০ গোলে হারানো বাংলাদেশও নিশ্চিত করেছে সেমি-ফাইনাল।
ম্যাচের ২৪ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন আনজু। ৪২ মিনিটে লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করেন প্রিংকা নাওরেম। প্রথমার্ধের ইনজুরি টাইমে আনজু ফের গোল করলে ৩-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় ভারত। অপরদিকে, ক্রমেই ফুরিয়ে আসে মালদ্বীপের খেলোয়াড়দের সামর্থ্য। আর সুযোগটিকে বেশ ভালোভাবেই কাজে লাগায় ৫ বারের চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৩ মিনিটে দাংমাই গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। ৫৫ মিনিটে সুমাইয়া গোগুলথের গোলে ব্যবধান বাড়ে ৫-০। ৮৪ মিনিটে কাশমিনার গোলে ৬-০ ব্যবধানের লিড পায় ভারত। পরের মিনিটে আনজু গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন (৭-০)।
দুই মিনিট পর দাংমাই করেন নিজের দ্বিতীয় গোল (৮-০)। ৮৮তম মিনিটে আনজু নিজের চতুর্থ গোল করে ভারতকে পৌঁছে দেন ৯-০ ব্যবধানে।
এরপরও ভারতীয়দের অগ্রাভিযান অব্যাহত ছিল প্রায় ফুরিয়ে যাওয়া মালদ্বীপের বিপক্ষে। তবে শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়ে দ্বীপদেশটি।
স্পোর্টসমেইল২৪/আরএস