বিশ্বকাপ দর্শকদের জন্য ‘সুখবর’ দিলো কাতার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২
বিশ্বকাপ দর্শকদের জন্য ‘সুখবর’ দিলো কাতার

কাতার বিশ্বকাপ দেখতে যাওয়া মদপ্রেমীদের জন্য সুখবর দিয়েছে আয়োজকরা। এর আগে বিশ্বকাপের অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ করার ঘোষণা দিলেও সেখান থেকে কিছুটা সরে এসেছে কাতার। সর্বশেষ সংবাদ অনুযায়ী কাতার বিশ্বকাপের মাঠগুলোতে মদ্য পানের বিশেষ ব্যবস্থা রাখা হবে।

কাতারে বিশ্বকাপ আয়োজনের খবর প্রকাশ হওয়ার পর থেকে অনেকেই ফিফার সমালোচনা করেছিলেন। মূলত মধ্যপ্রাচ্যের অতি কঠোর রক্ষণশীল মনোভাবই মূল আপত্তির কারণ। এছাড়া ইউরোপীয়ান দেশগুলোর সংস্কৃতির সঙ্গের বিস্তর পার্থক্যও এখানে ঝামেলা সৃষ্টি করতে পারে বলে অনেকে শঙ্কা প্রকাশ করেছিলেন।

বিশ্বকাপের কয়েক মাস আগেস সেটাই শুরু হয়েছে। এর আগে সমকামিতা নিষিদ্ধ করাতেও বিশ্বের নানাপ্রান্ত থেকে সমালোচনার মুখে পড়েছিল কাতার। আর পুরো বিশ্বকাপে অ্যালকোহলের উপর বিভিন্ন বিধি-নিষেধ নিয়ে তো আগেই থেকেই সমালোচনা বিদ্যমান।

তবে পুরো বিশ্বের দর্শক চাহিদায় মন নরম হয়েছে কাতারের। বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে মদ পানের ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে তারা। তার মতে কাতার বিশ্বকাপ অন্য ফুটবল বিশ্বকাপগুলোর মতো একই হতে যাচ্ছে।

২০২২ কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের মদ পানের ব্যবস্থা থাকা নিয়ে নিশ্চিত করেছেন। স্টেডিয়ামে মদের ব্যবস্থা থাকবে। আমরা অন্য যেকোনো বিশ্বকাপ আয়োজনের মতো করে এই বিশ্বকাপটি আয়োজনে কাজ করে যাচ্ছি। সে বিবেচনায় এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কাতারে ২০২২ সালের বিশ্বকাপ অন্য বিশ্বকাপগুলোর চেয়ে ভিন্ন কিছু নয়।

শুধু দর্শক নয়, টুর্নামেন্ট কাভার করতে যাওয়া সংবাদকর্মী ও অন্য অফিসিয়ালদের কথা বিবেচনাতেও এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছে নাসের আল খাতের। বলেন, অভিজ্ঞতার দিক থেকে আমরা সব ধরনের মানুষের কথাই ভাবছি। হতে পারে সেটা সংবাদকর্মী, সমর্থক এবং ম্যাচ পরিচালনাকারী। আমরা তাদের অভিজ্ঞতাকেও বিবেচনায় নিচ্ছি। আমাদের বিশ্বাস, এবারের বিশ্বকাপ তাদের সবাইকে অভিনব অভিজ্ঞতা দেবে।”



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ত্রোপচার বাধ্যতামূলক, কাতার বিশ্বকাপে শঙ্কায় পগবা

অস্ত্রোপচার বাধ্যতামূলক, কাতার বিশ্বকাপে শঙ্কায় পগবা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে চমক

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে চমক

কাতার বিশ্বকাপ উপলক্ষে মাল্টি-এন্ট্রি ভিসা দিবে আরব আমিরাত

কাতার বিশ্বকাপ উপলক্ষে মাল্টি-এন্ট্রি ভিসা দিবে আরব আমিরাত

বিশ্বকাপ থেকে ৬ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের আশা কাতারের

বিশ্বকাপ থেকে ৬ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের আশা কাতারের