গেটাফে ও ভিয়ারিয়ালের বিপক্ষে ৬২ মিনিটে, রিয়াল সোসিয়েদারের বিপক্ষে ৬৩ মিনিটে, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৬৪ মিনিটে আর এবার পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ম্যাচের ৬১তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি ফুটবলার আতোয়ান গ্রিজম্যানকে।
এটা যেন নিয়মই দয়ে দাঁড়িয়েছে, নির্দিষ্ট সময় না গড়ালে গ্রিজম্যানকে দেখা যাবে না মাঠে। তবে আসলে ঠিক কি কারণে গ্রিজম্যানকে এভাবে ব্যবহার করছে অ্যাটলেটিকো!
এর কারণ হচ্ছে ধারে গ্রিজম্যানকে পাঠানোর আগে একটা শর্ত দিয়েছিল বার্সেলোনা। যেখানে বলা ছিল অর্ধেক বা তার বেশি (মৌসুমের ক্ষেত্রে অর্ধেক ম্যাচের পূর্ণাঙ্গ সময়, ম্যাচের ক্ষেত্রে ৪৫ মিনিট) সময় খেলালে বাড়তি ফি হিসেবে চার কোটি ইউরো পাবে বার্সেলোনা।
তবে বার্সেলোনা এবার দাবি করেছে, ওই বাড়তি ফি না দেওয়ার জন্য ইচ্ছা করেই গ্রিজম্যানকে কম সময় খেলাচ্ছে অ্যাটলেটিকো।
যতই অতি সুক্ষ্মতার সঙ্গে গ্রিজম্যানকে খেলানো হোক, বার্সেলোনা বলছে শর্তে দেওয়া নির্ধারিত সময়ের বেশি ইতিমধ্যে খেলানো হয়েছে গ্রিজম্যানকে। তাই বাড়তি অর্থ তাদের দিতেই হবে।
তবে এ বিষয়ে অ্যাটলেটিকোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেও কোনো সমাধান আসেনি। ফলে বাধ্য হয়ে এবার আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে বার্সেলোনা।
২০২১-২২ মৌসুমে ধারে নিয়ে আসার পর ওই মৌসুমেইই গ্রিজম্যানকে নির্ধারিত সময়ের বেশি খেলিয়েছে অ্যাটলেটিকো, এমন অভিযোগ বার্সেলোনার।
এদিকে ফিট থাকার সময় ৩৭ ম্যাচের ৩০টিতেই মাঠে ছিলেন গ্রিজমান যেখানে ৫০ শতাংশ হলেই শর্ত পূরণ হয়, সেখানে ৮০ শতাংশ সময় খেলানো হয়েছে তাকে।
বার্সেলোনা বলছে প্লেয়িং টাইম বিবেচনায় আগের মৌসুম হিসেব করতে হবে। আবার উল্টো মত অ্যাটলেটিকোর। ফলে গ্রিজম্যানের প্লেয়িং টাইম বিবেচনা করতে কত মৌসুম বিবেচনা করা হবে এটা নিয়ে একমত হতে পারেন দুই ক্লাব।
এদিকে অ্যাটলিকোর এই অতি সাবধানী ব্যবহারে চিন্তায় পড়েছেন গ্রিজম্যান। সামনে বিশ্বকাপ অথচ, এ সময়েই তাকে খেলছে হচ্ছে ম্যাচের শেষ দিকে!
স্পোর্টসমেইল২৪/এসকেডি