ইউরোপা লিগ জয়ে শুরু আর্সেনালের, হারলো রোমা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫১ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২২
ইউরোপা লিগ জয়ে শুরু আর্সেনালের, হারলো রোমা

ইউরোপা লিগে ২০২২-২৩ মৌসুমের প্রথম ম্যাচে সুইস ক্লাব এফসি জুরিখের বিপক্ষে ২-১ গোলের জয়ে শুভ সূচনা করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। অন্যদিকে একই ব্যবধানে হেরে ইউরোপা লিগে প্রত্যাবর্তনটা সুখের হলো না ইতালিয়ান ক্লাব এএস রোমার। 

ইউরোপা লিগে গ্রুপ ‘এ’র ম্যাচে সুইজারল্যান্ডের ক্লাব এফসি জুরিখের মুখোমুখি হয় আর্সেনাল। ম্যাচের প্রথম থেকেই প্রতিপক্ষের রক্ষণে হামলে পড়ে গানাররা। ফল পেতেও দেরী হয়নি, ম্যাচের ১৬তম মিনিটেই প্রথম গোল পেয়ে যায় আর্সেনাল।

সতীর্থ নিকিতার নিখুঁত ক্রস থেকে পাওয়া বলে দুর্দান্ত শটে গানারদের এগিয়ে দেন মারকুইনহোস। ম্যাচের ২১ ও ২২তম মিনিটে টানা দুইবার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি আর্সেনালের ফুটবলাররা। 

মিনিট তিনেক পর সাকার দুর্দান্ত শট জুরিখের গোলরক্ষক দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দিলে হতাশ হতে হয় গানার শিবিরের। ম্যাচের ৩৫তম মিনিটে প্রথমবার সমতায় ফেরার সুযোগ পেয়েছিল জুরিখ, তবে সে যাত্রায় কাজে লাগাতে পারেনি তারা। 

বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে পেনাল্টি পায় জুরিখ। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে জুরিখকে ম্যাচে ফেরান মিরলিন্ড কারিইজিউ। 

বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার বজায় রাখে আর্সেনাল। ম্যাচের ৬২তম মিনিতে আরও একবার এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। প্রথম গোলের গোলদাতা মারকুইনহোসের অ্যাসিস্ট থেকে লক্ষ্যভেদ করেন ইড্ডি নিকিতা।

ম্যাচের বাকি সময়ে কেউই আর বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

ইউরোপা লিগে দিনের আরেক খেলায় বুলগেরিয়ান ক্লাব লুডোগোরেটসের বিপক্ষে হেরে গেছে ইতালিয়ান ক্লাব রোমা। দুই দলের অগোছালো আক্রমণে প্রথমার্ধে গোল পায়নি কেউ।

ম্যাচের ৭২তম মিনিটে এগিয়ে যায় লুডো। সতীর্থ পিয়োওটোরেস্কি অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন অলিভিয়েরা সৌজা।

৮৬তম মিনিটে সমতায় ফেরে আর্সেনাল। পেলেগ্রেনির অ্যাসিস্ট থেকে দুর্দান্ত গোল করে রোমাকে ম্যাচে ফেরান এল্ডার সমুরোদেব। তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি রোমার। 

মাত্র দুই মিনিট পর আবার এগিয়ে যায় লুডো। রিকের অ্যাসিস্ট থেকে জয়সূচক গোল করেন ননেতা। ম্যাচের বাকি সময়ে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি রোমা। ফলে হার দিয়েই ইউরোপা লিগ শুরু হলো ইতালিয়ান ক্লাবটির।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

লেভানডোভস্কির হ্যাটট্রিক, চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার গোল উৎসব

লেভানডোভস্কির হ্যাটট্রিক, চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার গোল উৎসব

‘বেনজেমার চোট নিয়ে চিন্তার কিছু নেই, বিকল্প আছে’

‘বেনজেমার চোট নিয়ে চিন্তার কিছু নেই, বিকল্প আছে’

গোল করেই চলেছেন হল্যান্ড, চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানসিটির

গোল করেই চলেছেন হল্যান্ড, চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানসিটির

ট্রান্সজেন্ডার নারীর সাথে প্রেমে মজেছেন এমবাপে

ট্রান্সজেন্ডার নারীর সাথে প্রেমে মজেছেন এমবাপে