চেলসির কোচ হিসেবে সময়টা খুবই বাজে কাটাচ্ছিলেন জার্মান কোচ টমাস টুখেল। প্রথম চেলসি কোচ হিসেবে দলের খেলোয়াড় কেনা-বেচার সর্বময় ক্ষমতা পেয়েছিলেন তিনি। তাতে বেশ কিছু খেলোয়াড়ও দলে ভিড়িয়েছিলেন। কিন্তু মাঠের পারফর্ম্যান্স ছিল জঘন্য।
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ছয় ম্যাচ আর চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচ এতেই তার উপর ভরসা হারিয়ে ফেলেছে ক্লাবের মালিক পক্ষ। চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে ডাইনামো জাগরেবের কাছে হারের পরদিনই তাই তাকে বরখাস্ত করেছে।
চেলসির কোচ হিসেবে মালিকপক্ষের পছন্দের তালিকায় রয়েছেন তিনজন। যাদের মধ্যে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ফরাসি কিংবদন্তী ফুটবলার জিনেদিন জিদানও রয়েছেন।
জিদান ছাড়াও ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) সাবেক কোচ মারিও পচেত্তিনো ও ইংলিশ ক্লাব ব্রাইটনের বর্তমান কোচ গ্রাহাম পটার।
Chelsea's three-man shortlist to replace Thomas Tuchel, sources have told @JamesOlley ????
— ESPN FC (@ESPNFC) September 7, 2022
???????? Zidane
???????? Pochettino
???????????????????????????? Potter pic.twitter.com/AtxTNfKvNF
ইংলিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পটারের প্রতিই আগ্রহ বেশি চেলসির। ২০১৯ সাল থেকে ব্রাইটনের কোচের দায়িত্বে রয়েছেন পটার। তার অধীনেই ২০২১-২২ মৌসুমে ক্লাবের ইতিহাস সর্বোচ্চ ৫১ পয়েন্ট অর্জন করেছিল।
তবে পটার যদি রাজি না হন, তাহলে জিদান ও পচেত্তিনোর দিকে এগোবে চেলসি। বিশেষ করে জিদানই ক্লাবটির দ্বিতীয় পছন্দ।
জিদান ও পচেত্তিনো দু’জনেই আপাতত কোচিংয়ের বাইরে আছেন। পিএসজি থেকে গত মৌসুম শেষ বরখাস্ত হয়েছিলেন পচেত্তিনো। অন্যদিকে রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন জিদান।
স্পোর্টস্পমেইল২৪/এসকেডি