সেল্টিকের বিপক্ষে বড় জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করায় উচ্ছ্বাসে ভাসছে রিয়াল মাদ্রিদ শিবির। তবে সেই উচ্ছ্বাসের মাঝেও আছে শঙ্কার কালো মেঘ। কারণ, ম্যাচের প্রথমার্ধে হাঁটুর ইনজুরিতে মাঠ ছেড়েছেন দলের আক্রমণভাগের প্রধান অস্ত্র অধিনায়ক করিম বেনজেমা।
ম্যাচ শেষ যদিও রিয়াল বস কার্লো আনচোলেত্তি বলেছেন, বেনজেমার চোট প্রাথমিকভাবে গুরুতর কিছু মনে হচ্ছে না। আর যদি সেরকম কিছু হয়ও তাহলেও চিন্তার কিছু নেই, তাদের হাতে যথেষ্ট বিকল্প রয়েছে।
ঘটনা গতরাতে চ্যাম্পিয়নস লিগের সেল্টিকের বিপক্ষে ম্যাচের। ম্যাচের ২৯তম মিনিটে হাঁটুতে অস্বস্তিত অনুভব করেন বেনজেমা। পরে মেডিকেল টিম ভিতরে ঢোকার পর মাঠ ছেড়ে তিনি। এরপরই অস্বস্তি শুরু হয় রিয়াল সমর্থকদের মনে।
তবে আপাতত চিন্তার কিছু মন হচ্ছে না রিয়াল বসের। তার মতে, হয়তো শুধু অস্বস্তি ছাড়া গুরুতর কিছুই না। বলেন, “খুব দুর্ভাবনার কিছু আছে বলে মনে হচ্ছে না। কালকে (বুধবার) পরীক্ষার পর পুরোপুরি বোঝা যাবে। তবে প্রাথমিকভাবে খুব গুরুতর কিছু মনে হচ্ছে না। হতে পারে স্রেফ কোনো অস্বস্তি অনুভব করছিল সে। কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে সবটুকু জানতে।”
বেনজেমার ইনজুরি সত্ত্বেও রিয়ালের বড় জয়
তবে গুরুতর কিছু হলেও চিন্তার কোনো কারণ নেই বলে মনে করেন আনচোলেত্তি। কারণ তাদের হাতে বেনজেমার যথেষ্ট বিকল্প আছে।
“সম্ভবত সে হাঁটুতে অস্বস্তি অনুভব করছিল। দেখা যাক, আশা করি, এটা গুরুতর কিছু নয়। আর যদি সেরকম কিছু হয়ও, যথেষ্ট বিকল্প ফুটবলার আমাদের আছে” যোগ করেন রিয়াল বস।
রিয়াল মাদ্রিদের পর ম্যাচ লা লিগায় ১১ সেপ্টেম্বর (রোববার) মালোর্কার বিরুদ্ধে। ওই ম্যাচে বেনজেমাকে হয়তো নাও পেতে পারে রিয়াল মাদ্রিদ।
স্পোর্টসমেইল২৪/এসকেডি