গোল করেই চলেছেন হল্যান্ড, চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানসিটির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২২
গোল করেই চলেছেন হল্যান্ড, চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানসিটির

জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির জার্সিতে শুরু করেছেন নরওয়ের ফুটবলার আরলিং হল্যান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) দুর্দান্ত করা হল্যান্ড সিটির জার্সিতে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছেন জোড়া গোল করে। আর তাতে ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে সেভিয়াকে ৪-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে সিটি। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সেভিয়ার মাঠে চলতি চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ম্যানসিটি।  ম্যাচের প্রথম থেকেই আক্রমণ চালালেও লক্ষ্যভেদ করতে পারছিলেন না সিটির ফুটলাররা। 

তবে চাপ ধরে রেখেছিল সিটি। তাই ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ২০তম মিনিটে প্রথমবার গোলপোস্টে শট রেখেই গোল পেয়ে যায় ইংলিশ ক্লাবটি। ডান পাশ থেকে সিটির বেলিজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার ক্রসে দুর্দান্ত দক্ষতায় লক্ষ্যভেদ করেন আরলিং হল্যান্ড। 

প্রথমার্ধ জুড়ে সিটির আক্রমণ সামাল দিয়েই বেশি ব্যস্ত থাকতে হয়েছে সেভিয়াকে। তবে এর মধ্যেও দুইবার আক্রমণে গিয়েছিল তারা। কিন্তু দুইবার তাদের নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। 

বেনজেমার ইনজুরি সত্ত্বেও রিয়ালের বড় জয়

বিরতি থেকে ফিরে গোল করার দারুণ সুযোগ পেয়েছিল ব্রুইনা। কিন্তু তার নেওয়া শট ফিরিয়ে দেন সেভিয়া গোলরক্ষক। ম্যাচের দ্বিতীয় গোল আসে ৫৮তম মিনিটে। 

সেভিয়ার বক্সে সতীর্থ জোয়াও কানসেলার কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের বাধায় এড়িয়ে দুর্দান্ত এক শটে সিটিকে ২-০ গোলে এগিয়ে দেন ইংলিশ ফুটবলার ফোডেন। 

sportsmail24

৯ মিনিটের ব্যবধানে আবারও গোলের দেখা পায় সিটি। ৬৭তম মিনিটে ফোডেনের দুর্দান্ত শট ফিরিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক, তবে বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি  বলে লক্ষ্যভেদ করে ম্যাচে নিজের দ্বিত্বীয় গোল করেন হল্যান্ড, সিটি এগিয়ে যায় ৩-০ গোল ব্যবধানে। 

অতিরিক্ত সময়ে সেভিয়ার কফিনে শেষ পেরেক পারেন দিয়াস। ৯২তম মিনিটে কানসেলোর পাস থেকে বল পেয়ে সিটিকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এরপর আর কোনো গোল না হলে চার গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি  



শেয়ার করুন :


আরও পড়ুন

‘চ্যাম্পিয়নস লিগে পিএসজি ফেভারিট নয়’

‘চ্যাম্পিয়নস লিগে পিএসজি ফেভারিট নয়’

অস্ত্রোপচার বাধ্যতামূলক, কাতার বিশ্বকাপে শঙ্কায় পগবা

অস্ত্রোপচার বাধ্যতামূলক, কাতার বিশ্বকাপে শঙ্কায় পগবা

সব পেনাল্টি এক নম্বর প্লেয়ার নিবে, এমন নয়: এমবাপে

সব পেনাল্টি এক নম্বর প্লেয়ার নিবে, এমন নয়: এমবাপে

ট্রান্সজেন্ডার নারীর সাথে প্রেমে মজেছেন এমবাপে

ট্রান্সজেন্ডার নারীর সাথে প্রেমে মজেছেন এমবাপে