অস্ত্রোপচার বাধ্যতামূলক, কাতার বিশ্বকাপে শঙ্কায় পগবা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২২
অস্ত্রোপচার বাধ্যতামূলক, কাতার বিশ্বকাপে শঙ্কায় পগবা

শেষ পর্যন্ত অস্ত্রপচার করাতেই হচ্ছে ফরাসি মিডফিল্ডার পল পগবাকে। আর সেক্ষেত্রে আসন্ন কাতার বিশ্বকাপে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যেয়ে একদমই স্বস্তিতে নেই পগবা। প্রাক মৌসুমেই পুরোনো হাঁটুর চোট ফিরে আসে তার।

তখনই যুক্তরাষ্ট্রে ডাক্তার দেখান তিনি। তখন তাকে বলা হয়েছিল আপাতত অস্ত্রোপচার না করলেও চলবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু জিম সেশন করলেই সেরে উঠবেন তিনি। 

এরপর লম্বা বিরতি দিয়ে জুভেন্টাসের অনুশীলনে ফিরেছিলেন পগবা। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। দ্রুতই মাঠ ছেড়ে বের হয়ে যান ব্যথায় কাতরাতে কাতরাতে।

লা লিগায় গোল হজম না করার রেকর্ড ভিয়ারিয়ালের

এরপরই সিদ্ধান্ত হয় অস্ত্রোপচার করানোর। জুভেন্টাস কোচ মাসমেলিনি আলেগ্রি বলেন, “সকালে পগবা অনুশীলনে আসে, কিন্তু দ্রুতই তাকে থামতে হয়। এরপর সিদ্ধান্ত হয় তাকে অস্ত্রপচার করাতে হবে।”

অস্ত্রোপচার করালে ২০২৩ সালে জানুয়ারীর আগে মাঠে ফেরা কঠিন পগবার জন্য। আর সেক্ষেত্রে নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপে তাকে নাও পেতে পারে ফ্রান্স।

২০১৮ বিশ্বকাপ জয়ে ফ্রান্সের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন পগবা। ফরাসিদের মাঝমাঠে পগবার অনুপস্থিতি ভোগাতে পারে বিশ্ব চ্যাম্পিয়নদের। 

দ্বিতীয় দফায় জুভেন্টাসে ফেরার পর এখন পর্যন্ত মাঠে নামতে পারেনন পগবা। এর আগে ২০১২-১৬ সালে প্রথম দফায় জুভেদের হয়ে ১৭৮ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে তার নামের পাশে ৩৪টি গোলও রয়েছে। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

‘চ্যাম্পিয়নস লিগে পিএসজি ফেভারিট নয়’

‘চ্যাম্পিয়নস লিগে পিএসজি ফেভারিট নয়’

নতুনদের আলোয় আলোকিত বার্সেলোনা জিতেই চলেছে

নতুনদের আলোয় আলোকিত বার্সেলোনা জিতেই চলেছে

২০৩০ ফুটবল বিশ্বকাপ হবে স্পেন ও পর্তুগালে!

২০৩০ ফুটবল বিশ্বকাপ হবে স্পেন ও পর্তুগালে!

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে চমক

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে চমক