২০৩০ ফুটবল বিশ্বকাপ হবে স্পেন ও পর্তুগালে!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৯ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২২
২০৩০ ফুটবল বিশ্বকাপ হবে স্পেন ও পর্তুগালে!

২০২২ সালের কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি এখনো আড়াই মাস। মাত্র কয়েকদিন আগে ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। অথচ এর মধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে ২০৩০ বিশ্বকাপের।

২০৩০ বিশ্বকাপ কোন দেশ বা যৌথভাবে আয়োজন হবে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ২০২৪ সালে নির্ধারণ হবে কোথায় আয়োজিত হবে ২০৩০ বিশ্বকাপ। অথচ ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-উয়েফার সভাপতি আলেকসান্দের চেফেরিন নাকি নিশ্চিত যে, ২০৩০ সালে পর্তুগাল ও স্পেনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। 

পর্তুগাল কখনো বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায়নি। সর্বশেষ ১৯৮২ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল স্পেন।

২০৩০ সালে ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপের শতবর্ষ পূরণ হবে। স্পেনকে সঙ্গে নিয়ে বিশেষ এই বিশ্বকাপটি আয়োজন করতে চায় তারা। ২০২০ সালে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে নিজেদের মধ্যে একটি চুক্তিও করেছিল দেশ দু’টি। 

পথশিশুদের বিশ্বকাপ: জীবন বদলে যাওয়ার গল্প

প্রস্তাবিত আবেদনে স্পেনের ১২ শহরের ১৪টি স্টেডিয়াম ও পর্তুগালে মাত্র তিনটি ভেন্যুতে বিশ্বকাপ আয়োজন করার কথা বলা হয়েছে। 

পর্তুগাল ও স্পেনকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়ার জন্য সবরকমের সহযোগীতা করা হবে বলে ঘোষণা দিয়েছেন উয়েফা সভাপতি।

তিনি বলেন, “আমি নিশ্চিত, ২০৩০ বিশ্বকাপ স্পেন ও পর্তুগালে হবে।…আমরা দেশ দুটিকে সম্ভবপর সব ধরনের সহায়তা করব। ফুটবলের প্রতি তারা আবেগপ্রবণ, ফুটবলকে খুব ভালোবাসে এবং তাদের ভালো অবকাঠামো রয়েছে।”

তবে এই লড়াইয়ে সহজেই জিততে পারবে না স্পেন ও পর্তুগাল। কারণ শতবর্ষের বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা, উরুগুয়ে ও মরক্কোও। এমনকি সৌদি আরব ও মিশরও যৌথভাবে আয়োজন করার আবেদন করতে পারে। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

দাবি মেনে নিল ফিফা, বাতিল আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

দাবি মেনে নিল ফিফা, বাতিল আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

ব্রাজিল, আর্জেন্টিনাকে উড়িয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স!

ব্রাজিল, আর্জেন্টিনাকে উড়িয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স!

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে চমক

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে চমক

শতবর্ষের বিশ্বকাপ আয়োজনে আর্জেন্টিনার আবেদন

শতবর্ষের বিশ্বকাপ আয়োজনে আর্জেন্টিনার আবেদন