লা লিগায় গোল হজম না করার রেকর্ড ভিয়ারিয়ালের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২২
লা লিগায় গোল হজম না করার রেকর্ড ভিয়ারিয়ালের

লা লিগার চলতি মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচে রিয়াল মাদ্রিদ চারটি ও বার্সেলোনা একটি করে গোল হজম করেছে। অথচ সমপরিমাণ ম্যাচ খেললেও ভিয়ারিয়ালের জালে এখনো কেউই বল ঢোকাতে পারেনি। নিজেদের ক্লাব ইতিহাসে এই প্রথম লিগের প্রথম চার ম্যাচে গোল হজম করেনি, ফলে এটিও একটি রেকর্ড বটে! 

লা লিগায় এখন পর্যন্ত চার ম্যাচে তিন জয় ও এক ড্র করেছে ভিয়ারিয়াল। সর্বশেষ এলচের বিপক্ষে তাদের জয় এসেছে ৪-০ গোলের ব্যবধানে। আর এই ম্যাচেই রেকর্ড গড়েছে তারা।

এর আগে রায়ো ভায়োকানোর বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় দিয়ে মৌসুম শুরু করেছিল ভিয়ারিয়ার। এরপর শক্তিমত্তায় এগিয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর গেতাফের বিপক্ষে গোল শূন্য ড্র। তারপর সর্বশেষে এলচের বিপক্ষে জয়, কোনো দলই ভিয়ারিয়ালের রক্ষণ ভেদ করতে পারেনি। 

এর সবচেয়ে কম ২০১৬-১৭, ২০১০-১১ এবং ২০০৮-০৯ মৌসুমে প্রথম চার ম্যাচে দুই গোল হজম করেছিল ইয়েলো সাবমেরিন খ্যাত দলটি। লা লিগার চলতি মৌসুমে ভিয়ারিয়ালই একমাত্র দল যারা এখনও গোল হজম করেনি।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে চমক

লা লিগার ইতিহাসে টানা গোল না খাওয়ার রেকর্ড অ্যাটলেটিকো মাদ্রিদের। ১৯৯০-৯১ মৌসুমে টানা ১৩ ম্যাচ অক্ষত ছিল অ্যাটলেটিকোর রক্ষণ। 

অবশ্য শুধু গোল হজম না অরে নয়, পয়েন্টের দিক থেকেও পুরোনো এক মাইলফলক স্পর্শ করেছে দলটি। প্রথম চার ম্যাচ থেকে চতুর্থবারের মতো ১০ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। ২০১৫-১৫, ২০১৩-১৪ এবং ২০০৮-০৯ মৌসুমে প্রথম চার ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছিল তারা। 

চলতি লা লিগার পয়েন্ট টেবিলে চার ম্যাচে ৩ জয় ও এক ড্র-তে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভিয়ারিয়াল। সমান ম্যাচে শতভাগ জয় নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

জিতেই চলেছে ইউনাইটেড, প্রথম হার আর্সেনালের

জিতেই চলেছে ইউনাইটেড, প্রথম হার আর্সেনালের

আন্থনির স্বপ্নের একাদশে রোনালদো নেই, জায়গা পেয়েছেন মেসি

আন্থনির স্বপ্নের একাদশে রোনালদো নেই, জায়গা পেয়েছেন মেসি

আমি জানি আন্তোনি কী করতে পারে: টেন হাগ

আমি জানি আন্তোনি কী করতে পারে: টেন হাগ

২০২৩ এশিয়ান কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো অস্ট্রেলিয়া

২০২৩ এশিয়ান কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো অস্ট্রেলিয়া