কাতার বিশ্বকাপের বাকি আড়াই মাসের মতো। প্রত্যেকটা দলই এখন বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল গোছাতে ব্যস্ত। চলতি বছরের অক্টোবরের ২১ তারিখের আগেই চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। তাই এখন থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে দলগুলো।
বিশ্বকাপের আগে ২৩ সেপ্টেম্বর হন্ডুরাসের বিপক্ষে, ২৮ সেপ্টেম্বর জ্যামাইকার বিপক্ষে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই দুই ম্যাচের জন্য ৩২ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলানি। ঘোষিত দলে রয়েছে একাধিক চমক।
স্কলানির দলে জায়গা হয়নি মার্কোস সেনসি, হুয়ান ফয়েথ, লুকাস ওকাম্পোস ও এমিলিয়ানো বুয়েন্দিয়ার মতো আলোচিত ফুটবলারদের। যাদের প্রায় সবাইকেই আর্জেন্টিনার চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাবনা ছিল।
কিন্তু চূড়ান্ত দল তো পরের কথা, এই দুই ম্যাচেও জায়গা হয়নি তাদের। এমনকি সর্বশেষ কোপা আমেরিকার দলে থাকা মিডফিল্ডার নিকোলাস ডমিঙ্গেজকেও দলে রাখেননি স্কলানি।
কাতার বিশ্ববিদ্যালয়ে থাকবেন মেসিরা, দোহা হোটেলে নেইমাররা
পাওলো দিবালাকে নিয়ে শঙ্কা থাকলেও ইতালিয়ান ক্লাব রোমা’র হয়ে দুর্দান্ত খেলে দলে জায়গা করে নিয়েছেন। ইউরোপে ভালো খেলার পুরষ্কার স্বরুপ দলে এসেছেন এনজো ফার্নান্দেজ।
প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) খেলা থিয়াগো আলমাদা। জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষা থাকা ২১ বছর বয়সী এই ফুটবলার আর্জেন্টিনা হয়ে অলিম্পিকে খেলেছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই দুই ম্যাচে ভালো করলে চূড়ান্ত দলে টিকেও যেতে পারেন।
এছাড়া উদিনেস নেহুয়েন পেরেজ, ফাকুন্দো মেদিনা লুকাস মার্টিনেসও ডাক পেয়েছেন ৩২ সদস্যের আর্জেন্টিনা দলে।
#SelecciónMayor El entrenador de @Argentina Lionel Scaloni dio a conocer la prelista de convocados para la doble fecha de septiembre. pic.twitter.com/mBTQ95oriW
— Selección Argentina ???????? (@Argentina) September 4, 2022
কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। চলতি বছরের ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে মেসির দল।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: ফাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মনতিয়েল, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, জার্মেইন পেৎসেয়া, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, ফাকুন্দো মেদিনা, নেহুয়েন পেরেজ, ক্রিশ্চিয়ান রোমেরো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, আলেহান্দ্রো গোমেজ, আলেক্সিস মাক আলিস্তার, এনজো ফার্নন্দেজ, আনহেল ডি মারিয়া, এজেকিয়েল পালাসিওস।
ফরোয়ার্ড: আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, লুকাস ওকাম্পোস।
স্পোর্টসমেইল২৪/এসকেডি