আমি জানি আন্তোনি কী করতে পারে: টেন হাগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২২
আমি জানি আন্তোনি কী করতে পারে: টেন হাগ

ডাচ ক্লাব অ্যায়াক্সের কাছ থেকে লম্বা সময় ধরে দেন-দরবার করে ব্রাজিলিয়ান ফুটবলার আন্তোনিকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। অভিষেক ম্যাচেই দারুণ এক গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। 

রোববার (৪ সেপ্টেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) টানা চতুর্থ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা পাঁচ ম্যাচ জয় পাওয়া আর্সেনালকে কালকেই প্রথম হারের স্বাদ দিয়েছে তারা।

অভিষেক ম্যাচের ৩৫তম মিনিটে ইউনাইটেডের জার্সিতে প্রথম গোল পেয়েছেন আন্তোনি। শুধু গোল নয়, পুরো মাঠ জুড়েই দাপিয়ে পারফর্ম্যান্স করেছেন তিনি।

এক ম্যাচেই রেড ডেভিলদ সমর্থকদের মন জয় করেন নিয়েছেন। ইউনাইটেড বস এরিক টেন হাগও মজেছেন আন্তোনিতে। ম্যাচ শেষে আন্তোনিওকে ভাসিয়েছেন প্রশংসা বৃষ্টিতে।

জিতেই চলেছে ইউনাইটেড, প্রথম হার আর্সেনালের

টেন হাগ বলেন, “আমি জানি সে (আন্তোনি) কী করতে পারে। মাঠে সে যথেষ্ট সাহসী। দলবদলে আমরা এখন খেলোয়াড় খুজছিলাম যে শিরোপার জন্য লড়াই করতে পারে।” 

ইউনাইটেডের জার্সি গায়ে অনুশীলন না করলেও প্রথম ম্যাচেই নিজের সামর্থ্য দেখিয়েছেন আন্তোনিও। তার ড্রিবলিং দেখে মুগ্ধ হয়েছেন ইউনাইটেড বস।

টেন হাগ আরও বলেন, “ তার (আন্তোনি) গতি খুব ভালো। ড্রিব্লিং, বল পাস দেওয়ার ক্ষমতা অসাধারণ। প্রিমিয়ার লিগ তার জন্য চ্যালেঞ্জিং হলেও আমরা ইতিমধ্যে তার সামর্থ্য দেখেছি।”

প্রথম দুই ম্যাচ হারলেও টানা চার ম্যাচ জয়ে উড়ছে ইউনাইটেড। ছয় ম্যাচে দুই হার ও চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ইপিএলের পয়েন্ট টেবিলে পাঁচে উঠে এসেছে তারা। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

১৭ বছর পর টানা তিন ম্যাচ সাইড বেঞ্চে রোনালদো

১৭ বছর পর টানা তিন ম্যাচ সাইড বেঞ্চে রোনালদো

যোগ দিয়েই ইউনাইটেডের মাসসেরা ফুটবলার মার্টিনেজ

যোগ দিয়েই ইউনাইটেডের মাসসেরা ফুটবলার মার্টিনেজ

আন্থনির স্বপ্নের একাদশে রোনালদো নেই, জায়গা পেয়েছেন মেসি

আন্থনির স্বপ্নের একাদশে রোনালদো নেই, জায়গা পেয়েছেন মেসি

ইউনাইটেডে রোনালদোর থাকার নিশ্চয়তা দিচ্ছেন না টেন হাগ

ইউনাইটেডে রোনালদোর থাকার নিশ্চয়তা দিচ্ছেন না টেন হাগ