রোববার বিকেলে কাঠমান্ডুর আকাশে ছিল ঘন কালো মেঘ। চারিদিকে ভারি পরিবেশ যেন ভর করেছিল সাফে খেলতে যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার আনাই মগিনীর উপরও। অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন তিনি।
আর্মি হেডকোয়ার্টার মাঠে সতীর্থরা যখন অনুশীলনে ব্যস্ত তখন মাঠের পাশে টার্ফের উপরে কাপড় বিছিয়ে বসে আছেন মোগানী। বাঁ পায়ের দুই আঙুলে ব্যান্ডেজ। বাঁধা আঙুলে নিয়ে অনুশীলন করতে পারেননি তিনি।
আনাই মগিনী জানিয়েছেন, মাঠের গ্যালারি থেকে নামতে গিয়ে বাঁ পায়ের দুটি আঙুলে ব্যাথা পেয়েছেন তিনি। ব্যান্ডেজ করা হয়েছে। ফলে অনুশীলন করতে পারছেন না।
একদিন অনুশীলন করতে না পারলেও সোমবার (৫ সেপ্টেম্বর) থেকেই তিনি অনুশীলন ফিরতে পারবেন বলে জানা গেছে। সোমবার অনুশীলনে ফিরতে না পারলেও মালদ্বীপের বিপক্ষে খেলতে পারবেন বলে জানিয়েছেন দলের প্রধান কোচ গোলাম রব্বানী।
তিনি বলেন, “আনাই মগিনীর সমস্যা নেই। সামান্য ব্যাথা পেয়েছে, ঠিক হয়ে যাবে। প্রথম ম্যাচের আগেই সে সুস্থ হয়ে যাবে। আশাকরি, সে মালদ্বীপের বিপক্ষে খেলতে পারবে।”
স্পোর্টসমেইল২৪/আরএস