পিএসজি, জুভেন্টাস, মিলানসহ মোট ৮টি ক্লাবকে বড় অংকের জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ফিন্যান্সিয়াল ফেয়ার-প্লের নিয়ম না মানায় ক্লাবগুলোকে শাস্তি দিয়েছে উয়েফা। ফিন্যান্সিয়াল ফেয়ার-প্লের (এফএফপি) নিয়ম অনুযায়ী, কোনো ক্লাব আয়ের চেয়ে বেশি ব্যয় করতে পারবে না।
উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ব্রেক-ইভেন’ নিয়ম না মানায় পিএসজিকে ১ কোটি ইউরো জরিমানা করা হয়েছে। এছাড়া আগামীতেও এ নিয়ম ভাঙলে লিগ ওয়ানের এ দলটিকে গুণতে হবে সাড়ে ৬ কোটি ইউরো।
আটটি ক্লাবের মধ্যে পিএসজিকেই সবচেয়ে বেশি অংকের জরিমানা গুণতে হচ্ছে। তবে এ শাস্তিতে কেবল পিএসজি নয়, সামনে উয়েফার কড়া নজরদারির মধ্যে আরও ১৯টি ক্লাব রয়েছে। তাদের মধ্যে রয়েছে- চেলসি, লেস্টার সিটি, ম্যানচেস্টার সিটি, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং রেঞ্জার্সের মতো দলগুলো।
উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার-প্লের নিয়ম অনুযায়ী, কোনো ক্লাব তাদের আয়ের চেয়ে বেশি ব্যয় করতে পারবে না এবং তিন বছরের আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে।
উয়েফার এ নিয়মে এখন পিএসজি ছাড়াও এসি মিলান, ইন্টার মিলান, রোমা, বেসিকতাস, অলিম্পিক মার্সেই এবং মোনাকোকে জরিমানা গুণতে হচ্ছে। সব দল মিলি কমপক্ষে ২ কোটি ৬০ লাখ ইউরো জরিমানা পরিশোধ করতে হবে।
এছাড়া উয়েফার এ নিয়ম না মানলে জরিমনার পরিমাণ গিয়ে দাঁড়াবে ১৭ কোটি ২০ লাখ ইউরো, যা ক্লাবগুলো পরিশোধ করতে বাধ্য।
জরিমানার এ অংক ক্লাবগুলোকে সরাসরি পরিশোধ করতে হবে। না হলে উয়েফার ক্লাব প্রতিযোগিতা থেকে সংশ্লিষ্ট ক্লাবের অর্জিত লভ্যাংশ আটকে থাকবে। ফলে মৌসুমের শুরুতেই ক্লাবগুলো বড় একটি ধাক্কা খেল।
২০২১-২২ মৌসুমে উয়েফার ক্লাব প্রতিযোগিতায় খেলা দলগুলোর উপর এ জরিমানা আরোপ করেছে উয়েফা। ২০১৮ থেকে ২০২২ অর্থবছরগুলোর উপর পর্যালোচনা করে উয়েফা এমন সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ক্লাবকে ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ মৌসুমে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে পারে উয়েফা।সেইসাথে ২০২৬-২৭ মৌসুমে নতুন খেলোয়াড়দের নিবন্ধনেও নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
স্পোর্টসমেইল২৪/আরএস