২০২৩ এশিয়ান কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২২
২০২৩ এশিয়ান কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো অস্ট্রেলিয়া

ফাইল ফটো

২০২৩ এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চায় না অস্ট্রেলিয়া। এ টুর্নামেন্ট আয়োজনের বিডে অংশগ্রহণ করবে না জানিয়ে দিয়েছে দেশটি। তারা বলছে, বরং ২০২৬ নারী টুর্নামেন্ট আয়োজনে তারা বেশি আগ্রহী।

২০২৩ সালের জুন-জুলাইয়ে চীনের আয়োজন করার কথা ছিল ২৪ দেশের অংশগ্রহণে পুরুষ ফুটবলের এ আসরটি। কিন্তু দেশটি কোভিড-১৯ সংক্রমণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার কারণে সেখানে স্পোর্টস ইভেন্টটির আয়োজন চ্যালেঞ্জের মুখে পড়ে টুর্নামেন্টি। আয়োজন থেকে সরে দাঁড়ায় চীন।

জুলাইয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন নতুন যে চারটি দেশ টুর্নামেন্টটি আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল বলে জানিয়েছিল, তাদের মধ্যে অস্ট্রেলিয়াও ছিল। বাকি দেশগুলো হলো- দক্ষিণ কোরিয়া, কাতার ও ইন্দোনেশিয়া।

চার দেশের মধ্যে অস্ট্রেলিয়া সরে দাঁড়ানোর পর এখন টুর্নামেন্ট আয়োজনে বাকি রয়েছে তিনটি দেশ। এ বিষয়ে চলতি বছরের ১৭ অক্টোবর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তখনই জানা যাবে কোথায় বসছে এশিয়ান কাপের ফুটবল আসর।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৩ এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করলো ভারত

২০২৩ এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করলো ভারত

বাহরাইনের বিপক্ষেও ‘ত্রাতা’ হয়ে দাঁড়ালেন জিকো

বাহরাইনের বিপক্ষেও ‘ত্রাতা’ হয়ে দাঁড়ালেন জিকো

এশিয়ান কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো চীন

এশিয়ান কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো চীন

আবারও এশিয়া কাপ ফুটবল আয়োজন করতে চায় কাতার

আবারও এশিয়া কাপ ফুটবল আয়োজন করতে চায় কাতার