ভারতীয় ফুটবল ফেডারেশনে (এআইএফএফ) তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ও নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ায় ফিফার নিষেধাজ্ঞায় পড়েছিল। দ্রুত নির্বাচন হবে, এমন আশ্বাসের ভিত্তিতে উঠে যায় নিষেধাজ্ঞা। ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন সাবেক ফুটবলার বাইচুং ভুটিয়াকে হারিয়ে সভাপতি হয়েছেন আরেক সাবেক ফুটবলার কল্যাণ চুবে।
প্রথমবারের মতো ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক কোনো ফুটবলার। কল্যাণ চুবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনৈতিক ব্যক্তি।
নির্বাচনের লড়াইয়ের আগে থেকেই ধারণা করা হচ্ছিলো সভাপতি পদে নির্বাচিত হবে কল্যাণ চুবে। হয়েছেও তাই, মাত্র এক ভোট পেয়েছেন বাইচুং ভুটিয়া। বাকি ৩৩ ভোট গিয়েছেন কল্যাণ চুবের ব্যালট বক্সে।
বাইচুং ভুটিয়াকে সভাপতি পদে সমর্থন দিয়েছিল অন্ধ্র প্রদেশ ও রাজস্থানের ফুটবল অ্যাসোসিয়েশন। তবুও মাত্র এক ভোট পেয়েছেন সাবেক এই ফুটবলার।
দীর্ঘদিন ধরেই আটকে ছিল ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন। ফলে সেখানে হস্তক্ষেপ করেছিল দেশটির সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তের পরেই ভারতের উপর নেমে আসে ফিফার নিষেধাজ্ঞার খড়গ। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আশ্বাসের পর নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা। এবার নির্ধারিত সময়ের মধ্যেই আয়োজিত হবে ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন।
নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন ও ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় চলতি বছরের অক্টোবরে ফিফা অনূর্ধ্ব ১৭ নারী বিশ্বকাপ আয়োজন করতে বাঁধা নেই ভারতের সামনে। এমনকি ক্লাব ও জাতীয় দল, সব পর্যায়ে খেলতে পারবে ভারতীয় দলগুলো।
স্পোর্টসমেইল২৪/পিপিআর