দুই ভারতীয় নারী ফুটবলারকে দলে ভেড়ালো ডায়নামো জাগরেব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩০ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২২
দুই ভারতীয় নারী ফুটবলারকে দলে ভেড়ালো ডায়নামো জাগরেব

দিন কয়েক আগেই প্রথম ভারতীয় নারী ফুটবলার হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলেছেন মনিষা কল্যাণ। সাইপ্রাসের দল অ্যাপোলোন লেডিসের হয়ে খেলেছিলেন তিনি। মনিষা ছাড়াও ইউরোপিয়ান ফুটবলে ছিলেন আরেক ভারতীয় নারী ফুটবলার ডাঙ্গমেই গ্রেস। মনিষা ও ডাঙ্গমেইয়ের পর ইউরোপিয়ান ফুটবলে নাম লিখিয়েছেন আরো দুই ভারতীয় নারী ফুটবলার।

ধীরে ধীরে উন্নতি করছে ভারতীয় নারী ফুটবল। মনিষা কল্যাণ ও ডাঙ্গমেই গ্রেসের পর ইউরোপিয়ান ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে দুই ভারতীয় তরুণী। তারা হলেন- সৌম্য গোগুলোথ ও জ্যোতি চৌহান। দু’জনই খেলবেন ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেব।

চলতি বছরের জুনে কলকাতায় অনুষ্ঠিত হয় ভারতীয় নারী ফুটবলের গ্র্যান্ড ট্রায়াল। সেখানেই নজর কাড়েন সৌম্য গোগুলোথ ও জ্যোতি চৌহান। কলকাতা থেকেই ডায়নামো জাগরেবে ট্রায়াল দেওয়ার সুযোগ পান সৌম্য ও জ্যোতি।

শুধু ডায়নামো জাগরেব নয়, আরো পাঁচটি ক্লাব তাদেরকে দলে নিতে আগ্রহী ছিল। প্রথম সুযোগ ডায়নামো জাগরেবের কাছেই পাওয়ায় সেখানেই নাম লিখিয়েছেন এই দুই নারী ফুটবলার।

এই দুই ফুটবলারকে দলে ভিড়িয়ে বেশ খুশি ডায়নামো জাগরেবের কোচ মারিয়া ডামানোভিক। বলেন, “তাদেরকে দলে ভিড়িয়ে আমি বেশ খুশি।”

ইউরোপিয়ান ফুটবলে সুযোগ পাওয়া সৌম্য ও জ্যোতি বলেন, “ওখানে মানিয়ে নিতে কষ্ট হবে। ভালো খেলার ব্যাপারে আশাবাদী। আশা করি, দলকে দারুণভাবে সাহায্য করতে পারবো।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

জাপানকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেনের মেয়েরা

জাপানকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেনের মেয়েরা

২৪ ঘণ্টায় শেষ মেয়েদের ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র ফুটবল ম্যাচের টিকিট 

২৪ ঘণ্টায় শেষ মেয়েদের ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র ফুটবল ম্যাচের টিকিট 

উইমেনস ইউরোতে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

উইমেনস ইউরোতে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

মেয়েদের সাফ ফুটবলে বাংলাদেশের গ্রুপে ভারত

মেয়েদের সাফ ফুটবলে বাংলাদেশের গ্রুপে ভারত