ইংলিশ ক্লাব আর্সেনাল ছেড়ে শৈশবের ক্লাব করিন্থিয়াসে ফিরেছিলেন উইলিয়ান। প্রত্যাশামাফিক পারফর্ম করতে না পারায় করিন্থিয়াস সমর্থকদের কাছে একের পর এক মৃত্যু হুমকি পাচ্ছিলেন। শুধু তিনি নয়, তার পরিবারকেও দেওয়া হচ্ছিলো হুমকি। ফলে করিন্থিয়াস ছেড়ে এক বছরের চুক্তিতে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহ্যামে যোগ দিয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি ও আর্সেনাল ক্যারিয়ারের ইতি টেনে ২০২১ সালে করিন্থিয়াসে ফেরেন উইলিয়ান। শৈশবের ক্লাবে ফিরে খুব একটা ভালো করতে পারেননি। ৪৫ ম্যাচে স্কোরশিটে নাম তুলে ছিলেন মাত্র একবার।
ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিগ্রহের শিকার হওয়ার পাশাপাশি মৃত্যু হুমকি পান এই ফুটবলার। ফলে বাধ্য হয়েই ইংলিশ ফুটবলে ফেরার সিদ্ধান্ত নেন উইলিয়ান।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দল-বদলের শেষ দিনে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে ফুলহ্যামে নাম লেখান উইলিয়াম। প্রিমিয়ার লিগে ফিরে বেশ উচ্ছ্বসিত এই ফুটবলার।
বলেন, “এখানে আসতে পেরে আমি খুশি। প্রিমিয়ার লিগে ফিরতে পেরে ভালো লাগছে। ফুলহ্যাম বিশেষ একটি ক্লাব, তারা উন্নতি করতে চায়, বড় কিছুর জন্য লড়তে চায়। আমি এখানে তাদের সাহায্য করতে এসেছি। মাঠে নামতে তর সইছে না আমার।”
করিন্থিয়ান্সের হয়ে ২০০৭ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন উইলিয়ান। ওই বছরই ইউক্রেনীয় ক্লাব শাখতার দোনেস্কে নাম লেখান তিনি।
শাখতার দোনেস্ক হয়ে চেলসি ও আর্সেনালের জার্সিতে খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগ। সেখান থেকে পুরোনো ঠিকানায় ফেরেন তিনি। পুরোনো ঠিকানা থেকে আবারো ইংল্যান্ডে চ্যালেঞ্জ নিতে এসেছেন এই ব্রাজিলিয়ান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর