গ্রীষ্মকালীন দল-বদলের শেষ দিনেও ক্লাব বদল করতে পারেননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। অন্তত ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডেই থাকবেন। এই সময়ে রোনালদো যে ওল্ড ট্রাফোর্ডে নিয়মিত ম্যাচ খেলতে পারছেন না তা এক রকম নিশ্চিতই বলা যায়।
লিভারপুল ও সাউথহ্যাম্পটন ম্যাচের পর লেস্টার সিটির বিপক্ষেও রোনালদোকে শুরুর একাদশে রাখেননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। রোনালদো সর্বশেষ কবে ফিট থাকার পরও সাইড বেঞ্চে কাটিয়েছেন তাই এখন হয়ে দাঁড়িয়েছে গবেষণার বিষয়।
পরিসংখ্যান হালনাগাদ করা অপটা জো’র তথ্য মতে, রোনালদো সর্বশেষ ২০০৫ সালে টানা তিন ম্যাচ বেঞ্চে কাটিয়েছিলেন। তখনও তরুণ রোনালদো খেলেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ইউনাইটেডে।
লেস্টার সিটির কিং পাওয়ার স্টেডিয়ামে রোনালদোকে বসিয়ে রেখে এরিক টেন হাগ আক্রমণভাগ সাজান জেডন সানচো, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি এলাঙ্গা ও ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে। এই আক্রমণভাগের উপর নির্ভর করেই স্বাগতিক লেস্টার সিটিকে ১-০ ব্যবধানে হারিয়েছে ইউনাইটেড।
শুরুর একাদশে রোনালদো জায়গা না পেলেও তাকে নিয়মিতই মাঠে নামাচ্ছেন কোচ এরিক টেন হাগ। লেস্টারের বিপক্ষে ম্যাচেও ৬৮তম মিনিটে রোনালদোকে মাঠে নামান কোচ টেন হাগ। মাঠে নামলেও অবশ্য গোলের দেখা পাননি তিনি।
ঠিক কি কারণে রোনালদোকে শুরুর একাদশে রাখা হচ্ছে না, তার সঠিক কোনো ব্যাখ্যা নেই কোচ টেন হাগের কাছে। এই ডাচ কোচের কথার স্রোতে বোঝা যাচ্ছে মূল একাদশ নয়, বরং স্কোয়াডের সদস্য হিসেবেই বিবেচিত হচ্ছেন রোনালদো।
বলেন, “আমাদের ভালো স্কোয়াড দরকার। সামনে প্রচুর ম্যাচ খেলতে হবে। রোনালদো আর কাসেমিরো যত বেশি ফিট থাকবে, ততই আমাদের জন্য ভালো হবে। আমাদের শুধু দল দরকার না, আমাদের দরকার স্কোয়াড।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর