ম্যাচে বল দখল ও গোলবারে শট নেওয়ায় এগিয়ে ছিল লেস্টার সিটি। তবে গোলভাগ্যে সফলতা না পাওয়ায় হারের স্বাদ নিতে হয়েছে। বিপরীতে প্রথমার্ধে জেডন স্যানচোর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলমান প্রিমিয়ার লিগে ইউনাইটেড-এর এটি টানা তৃতীয় জয়।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টান সিটির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ইউনাইটেড। এ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে দলটি। অন্যদিকে, ড্র দিয়ে লিগ শুরু করা লেস্টার সিটির এটি টানা চতুর্থ হার। দলটির অবস্থান টেবিলের একেবারে তলানিতে।
খেলা শুরুর পর গুছিয়ে উঠতে একটু সময় নেয় ইউনাইটেড। ফলে প্রথম শটে ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় সাফল্যের দেখা পায়। ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে আসা লেস্টার গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান স্যানচো।
১-০ে গোলে এগিয়ে যাওয়ার পর ৩৭তম মিনিটে স্যানচো আরেকটি সুযোগ পান। তবে বক্সের ভেতর থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন লেস্টারের এক ডিফেন্ডার। ফলে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দল।
বিরতির পর শুরুতেই সমতায় ফিরতে পারতো লেস্টার। তবে দুর্দান্ত এক সেভে জাল অক্ষত রাখেন দাভিদ দে হেয়া। ২৫ গজ দূর থেকে জেমস ম্যাডিসনের ফ্রি কিক ঝাঁপিয়ে ফেরান স্প্যানিশ এই গোলরক্ষক। ফলে বেঁচে যায় ইউনাইটেড।
এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ চললেও আর গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত প্রথমার্ধে করা একটি গোলেই পার্থক্য গড়ে দেয়। ওই এক গোলের ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
পুরো ম্যাচে ৫৪ শতাংশ সময় বল দখলে রেখেছিল লেস্টার সিটি। এ সময়ে তারা গোলবারে ১০টি শট নিয়েছিল, যেখানে টার্গেটের ছিল ২টি। তবে কোনো গোলের দেখা পায়নি। বিপরীতে ৪৬ শতাংশ সময় বল পাওয়া ইউনাইটেড শট নিয়েছিল ৯টি। যেখানে ২টি টার্গেটের মধ্যে একটিতে সাফল্য পেয়ে যায়।
স্পোর্টসমেইল২৪/আরএস