যোগ দিয়েই ইউনাইটেডের মাসসেরা ফুটবলার মার্টিনেজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২২
যোগ দিয়েই ইউনাইটেডের মাসসেরা ফুটবলার মার্টিনেজ

ডাচ ক্লাব আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। দলের অবস্থা ভালো না হলেও ব্যক্তিগত পারফর্মেন্সে সবার নজর কেড়েছেন এই আর্জেন্টাইন। সাথে হয়েছেন ক্লাবটির মাসসেরা ফুটবলার।

অভিষেকের মাসেই ইউনাইটেডের জার্সিতে চার ম্যাচ খেলেছেন লিসান্দ্রো মার্টিনেজ। এর মধ্যে সর্বশেষ দুই ম্যাচে দলের জয়ে অবদান রেখেছেন তিনি। নিজের করে নিয়েছেন দুইটি ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কারও।

তাতেই মার্টিনেজ নির্বাচিত হয়েছেন ইউনাইটেডের মাস সেরা ফুটবলার। আগস্ট মাসে রেড ডেভিলদের জার্সিতে মোট ৩১৫ মিনিট খেলেছেন মার্টিনেজ। এই সময়ে অবশ্য দেখেছেন একটি হলুদ কার্ডও।

মেসির ছোট বেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করা মার্টিনেজ ইউনাইটেডের আগে খেলেছিলেন আয়াক্সের হয়ে। সেখানেও বর্তমান গুরু এরিক টেন হাগের অধীনে খেলেছিলেন। এই ডাচ কোচ ক্লাব ছাড়ার সাথে সাথে মার্টিনেজ ছেড়েছেন আয়াক্স।

আয়াক্সের ক্যারিয়ারে খেলেছিলেন ১২০ ম্যাচ। এই সময়ে ২১ হলুদ কার্ড দেখা মার্টিনেজ ক্যারিয়ারে কোনো লাল কার্ড দেখেননি। ইউনাইটেডে হ্যারি ম্যাগুয়েরকে এক রকম সাইড বেঞ্চে স্থায়ী করে দিয়েছেন এই আর্জেন্টাইন।

রেড ডেভিলদের জার্সিতে আর্জেন্টাইন ভালো খেলতে পারেননা। এমন অভিযোগ বেশ পুরোনো। এবার কথাটা মিথ্য প্রমাণ করতে পারেন কি-না তাই দেখার বিষয়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আন্থনির স্বপ্নের একাদশে রোনালদো নেই, জায়গা পেয়েছেন মেসি

আন্থনির স্বপ্নের একাদশে রোনালদো নেই, জায়গা পেয়েছেন মেসি

জানুয়ারিতেই রোনালদোকে বিক্রি করতে চেয়েছিলেন র‍্যাঙ্কনিক

জানুয়ারিতেই রোনালদোকে বিক্রি করতে চেয়েছিলেন র‍্যাঙ্কনিক

নানা নাটকীয়তার পর আয়াক্স ছেড়ে ইউনাইটেডে আন্থনি

নানা নাটকীয়তার পর আয়াক্স ছেড়ে ইউনাইটেডে আন্থনি

ইউনাইটেডে রোনালদোর থাকার নিশ্চয়তা দিচ্ছেন না টেন হাগ

ইউনাইটেডে রোনালদোর থাকার নিশ্চয়তা দিচ্ছেন না টেন হাগ