ডাচ ক্লাব আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। দলের অবস্থা ভালো না হলেও ব্যক্তিগত পারফর্মেন্সে সবার নজর কেড়েছেন এই আর্জেন্টাইন। সাথে হয়েছেন ক্লাবটির মাসসেরা ফুটবলার।
অভিষেকের মাসেই ইউনাইটেডের জার্সিতে চার ম্যাচ খেলেছেন লিসান্দ্রো মার্টিনেজ। এর মধ্যে সর্বশেষ দুই ম্যাচে দলের জয়ে অবদান রেখেছেন তিনি। নিজের করে নিয়েছেন দুইটি ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কারও।
তাতেই মার্টিনেজ নির্বাচিত হয়েছেন ইউনাইটেডের মাস সেরা ফুটবলার। আগস্ট মাসে রেড ডেভিলদের জার্সিতে মোট ৩১৫ মিনিট খেলেছেন মার্টিনেজ। এই সময়ে অবশ্য দেখেছেন একটি হলুদ কার্ডও।
মেসির ছোট বেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করা মার্টিনেজ ইউনাইটেডের আগে খেলেছিলেন আয়াক্সের হয়ে। সেখানেও বর্তমান গুরু এরিক টেন হাগের অধীনে খেলেছিলেন। এই ডাচ কোচ ক্লাব ছাড়ার সাথে সাথে মার্টিনেজ ছেড়েছেন আয়াক্স।
The votes are in...
— Manchester United (@ManUtd) September 1, 2022
Congratulations to our Player of the Month for August: @LisandrMartinez! #MUFC pic.twitter.com/YHe0bQ2h9K
আয়াক্সের ক্যারিয়ারে খেলেছিলেন ১২০ ম্যাচ। এই সময়ে ২১ হলুদ কার্ড দেখা মার্টিনেজ ক্যারিয়ারে কোনো লাল কার্ড দেখেননি। ইউনাইটেডে হ্যারি ম্যাগুয়েরকে এক রকম সাইড বেঞ্চে স্থায়ী করে দিয়েছেন এই আর্জেন্টাইন।
রেড ডেভিলদের জার্সিতে আর্জেন্টাইন ভালো খেলতে পারেননা। এমন অভিযোগ বেশ পুরোনো। এবার কথাটা মিথ্য প্রমাণ করতে পারেন কি-না তাই দেখার বিষয়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর