ম্যানচেস্টার সিটির পর্তুগিজ মিডফিল্ডার বার্নাডো সিলভাকে দলে ভেড়ানো স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। গ্রীষ্মকালীন দলবদলের সময় শেষ হওয়ার একদিন আগে সিলভা নিজে জানিয়েছেন তিনি সিটি ছেড়ে কোথাও যাচ্ছেন না।
মিডফিল্ডে শক্তি বাড়াতে জাভির অন্যতম চাওয়া ছিল সিলভাকে ন্যূ ক্যাম্পে উড়িয়ে আনা। বার্সেলোনা সেই মোতাবেক বেশ কয়েকবার প্রস্তাবও দিয়েছে সিটিকে।
কিন্তু প্রত্যেক বারই সিটি বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। একাধিকবার ইংলিশ ক্লাবটি বলেছে পর্তুগিজ এই ফুটবলারকে তারা বিক্রি করতে চায় না।
সিটিজেন বস পেপ গার্দিওয়ালাও সিলভাকে তার পরিকল্পনা অন্যতম চালিকাশক্তি হিসেবে ব্যাখ্যা দিয়েছেন একাধিকবার। তবে সিলভা যদি যেতে চায় তাহলে বাধা হবেন বলেও জানিয়ে দিয়েছিলেন।
গোল দিয়েই চলেছেন নেইমার, জয়ে ফিরলো পিএসজি
এত কিছুর ভীড়ে সিলভা নিজে কখনো ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার ধারণা দেননি। বরং বলেছিলেন ভবিষ্যতে যে কোনো কিছু হতে পারে। তার ধারণা নেই আসলে কি হবে!
তবে এবার পরিষ্কার করেই বলেছেন, আপাতত ইতিহাদ ছাড়ছেন না। বলেন, “আমি ম্যানচেস্টার সিটিতেই থাকছি। এখানে আমি সুখে আছি এবং সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে।”
২০১৭ সালে সালে মোনাকো থেকে ম্যানচেস্টার সিটিতে গিয়েছিলেন সিলভা। গত পাঁচ বছরে সিটিজেনদের মাঝমাঠের অপরিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছেন তিনি।
সিটির জার্সিতে এখন পর্যন্ত ২৫৭ ম্যাচ খেলেছেন এই পর্তুগিজ ফুটবলার। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) দারুণ ফর্মে রয়েছেন তিনি। পাঁচ ম্যাচে গোল করেছেন দুইটি।
পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্র-তে ১৩ পয়েন্ট নিয়ে চলতি ইপিএলের পয়েন্ট তালিকায় দুই নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে শতভাগ জয় নিয়ে শীর্ষে আর্সেনাল।
স্পোর্টসমেইল২৪/এসকেডি