ক্রিস্তোফি গাল্টিয়ের কোচ হয়ে আসার পরেই পিএসজিতে শুরু লেগেছে পরিবর্তনের হাওয়া। সেই স্রোতে পিএসজি ছেড়েছেন লিয়ান্দ্রো পারদেস। পাঁচ বছর পর আবারো ইতালিতে ফিরেছেন এই আর্জেন্টাইন।
পিএসজির জার্সিতে ২০২২-২৩ মৌসুম শুরু করেছিলেন লিয়ান্দ্রো পারদেস। ক্লাবটির হয়ে ৩ ম্যাচে একটি অ্যাসিস্ট করা এই তারকাকে বিদায়ের পরিকল্পনা বেশ আগেই করেছিলেন কোচ গাল্টিয়ের। ওই পরিকল্পনার অংশ হিসেবেই লিয়ান্দ্রো পারদেস যোগ দিয়েছেন জুভেন্টাসে।
এক বছরের জন্য ধারে ক্লাবটিতে আসলেও তাকে কিনে নেওয়ার সুযোগ আছে জুভেন্টাসের সামনে। এর জন্য মৌসুম শেষে ক্লাবটিকে খরচ করতে হবে ১৩ মিলিয়ন ইউরো।
২০১৯ সালে রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ থেকে পিএসজিতে যোগ দেন লিয়ান্দ্রো পারদেস। এর আগে ২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে জেনিতে যোগ দেন তিনি। ফলে পাঁচ বছর তিনি ফিরছেন ইতালিয়ান ফুটবলে।
ইতালিতে অবশ্য পুরাতন মুখ লিয়ান্দ্রো পারদেস। রোমার আগে শিয়েভার জার্সিতে খেলেছিলেন। এই ক্লাবের হয়েই প্রথম পেশাদার চুক্তি পান পারদেস।
মেসি-নেইমারদের সতীর্থ হিসেবে খেলা লিয়ান্দ্রো পারদেস পিএসজির জার্সিতে খেলেছিলেন ১১৭ ম্যাচ। এই সময়ে তিন গোলের পাশাপাশি করেছিলেন ১০ অ্যাসিস্ট। পিএসজির একাদশে নিয়মিত হলেও কখনই নিজেকে মেলে ধরতে পারেননি লিয়ান্দ্রো পারদেস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর