লড়াইটা ছিল মেসি-রোনালদোর। তবে তাদের পিছু পিছু ছুটছিলেন নেইমারও। রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা এবং পর্তুগাল। দলকে টেনে তুলতে ব্যর্থ হয়েছেন মেসি-রোনালদো। তবে থামেননি নেইমার। দৌড়ের গতি বরং আরও বাড়িয়ে দিয়েছেন। ব্রাজিলকে তুলে নিয়ে গেলেন বিশ্বকাপের শেষ আটে।
সোমবার মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের এ জয়ের ম্যাচে নেইমার নিজে যেমন এক গোল করেছেন তেমনি ফিরমিনোকে দিয়ে করিয়েছেন আরেকটি গোল।
শুধু শিরোপার দৌড়েই নয়, আরও একটি জায়গায় মেসিকে ছাড়িয়ে গেলেন নেইমার। বিশ্বকাপের চারটি আসরে মাঠে নেমে ৬টি গোল করেছেন মেসি। আজ (সোমবার) মেক্সিকোর বিপক্ষে গোল করে মেসিকে ছাড়িয়ে গেলেন নেইমার। আর একটি গোল করতে পারলেই রোনালদো ৭ গোলকে ছাড়িয়ে যাবেন তিনি।
তবে একটা জায়গায় দু’জনকেই ছাড়িয়ে গেছেন নেইমার। ছয়টি গোল করতে গোলমুখে ৬৭টি শট নিতে হয়েছে মেসিকে। অন্যদিকে রোনালদো শট নিয়েছেন ৭৪টি। ৭ গোল করতে মাত্র ৩৮টি শট নিয়েছেন নেইমার।