আন্থনির স্বপ্নের একাদশে রোনালদো নেই, জায়গা পেয়েছেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ৩১ আগস্ট ২০২২
আন্থনির স্বপ্নের একাদশে রোনালদো নেই, জায়গা পেয়েছেন মেসি

অনেক দেন-দরবারের পর অবশেষে ডাচ ক্লাব আয়্যাক্স থেকে ব্রাজিলিয়ান ফুটবলার আন্থোনিকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। খুব দ্রুতই ইউনাইটেডের জার্সি গায়ে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) অভিষেক হতে পারে তার। 

ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসি আছেন বা ওই ক্লাবের হয়ে খেলেছেন সেখানে কোনো নতুন খেলোয়াড় গেলেই অন্যতম প্রশ্ন থাকে, কে সেরা! ইউনাইটেডের নতুন ব্রাজিলিয়ান তারকাকে অবশ্য এখনও এই প্রশ্নের মুখোমুখি হতে হয়নি।

তবে বেশ অনেক আগেই কোনো এক অনুষ্ঠানে নিজের স্বপ্নের একাদশে রোনালদোকে বাদ দিয়ে মেসিকে নিতে চেয়েছিলেন তিনি। 

ওই অনুষ্ঠানের  ভিডিওতে দেখা যায়, আন্থোনিকে একাধিক প্রশ্ন করা হয়। যেখানে নিজের স্পনের একাদশে রাইট উইং বা লেফট উইংয়ে বিভিন্ন বিকল্প দেওয়া হয়। আলোচনার এক পর্যায়ে রোনালদোকে রেখে নিজের স্বপ্নের একাদশে মেসিকে নিতে চান বলে জানান তিনি। ভিডিওটা কবে  বা কোথায় ধারণ করা হয়েছিল সে বিষয়ে ধারণা পাওয়া যায়নি। 

জানুয়ারিতেই রোনালদোকে বিক্রি করতে চেয়েছিলেন র‍্যাঙ্কনিক

মেসি ও রোনালদোকে ঘিরে সেরার বিতর্ক চলছে এক যুগের বেশি সময় ধরে। দু’জনেই ফুটবল পায়ে ইতিহাসের বেশিরভাগ রেকর্ডই নিজের নামে লিখিয়ে নিয়েছেন। ৯৭৯ ম্যাচে ৭৭৩ গোল করেছেন মেসি, এ সময়ে ৩৩৩ গোলেও সরাসরি সহায়তা রয়েছ তার।

অন্যদিকে মেসির আড়াই বছরের বড় রোনালো ১১২৬ ম্যাচে লক্ষ্যভেদ করেছেন ৮১৫বার, যেখানে ২৩৯ গোলে সহায়তাও রয়েছে। 

ইউনাইটেডে পাঁচ বছরের চুক্তিতে গিয়েছেন আন্থোনি। ডাচ ক্লাব অ্যায়াক্সের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ইউনাইটেড প্রিমিয়ার লিগে সর্বশেষ দুই ম্যাচেই জয় পেয়েছে।

এরকম সময়ে আন্থোনির মতো খেলোয়াড় দলে ভেড়ায় দারুণ খুশি ইউনাইটেড বস এরিক টেন হাগ। অ্যায়াক্সের হয়ে ৫৭ ম্যাচ খেলেছেন তিনি, যেখানে ১৮টি গোল রয়েছে। 

ইপিএলের চার ম্যাচে দুই হার ও দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ১১ নম্বরে রয়েছে ম্যানইউ। সমান ম্যাচে শতভাগ জয় নিয়ে শীর্ষে আর্সেনাল। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

নানা নাটকীয়তার পর আয়াক্স ছেড়ে ইউনাইটেডে আন্থনি

নানা নাটকীয়তার পর আয়াক্স ছেড়ে ইউনাইটেডে আন্থনি

ইউনাইটেডে রোনালদোর থাকার নিশ্চয়তা দিচ্ছেন না টেন হাগ

ইউনাইটেডে রোনালদোর থাকার নিশ্চয়তা দিচ্ছেন না টেন হাগ

ক্যাসেমিরোর ইউনাইটেড যাত্রার পেছনে রয়েছে ভিন্ন চ্যালেঞ্জ

ক্যাসেমিরোর ইউনাইটেড যাত্রার পেছনে রয়েছে ভিন্ন চ্যালেঞ্জ

লিভারপুলকে হারিয়ে টেন হাগ যুগের প্রথম জয় ইউনাইটেডের

লিভারপুলকে হারিয়ে টেন হাগ যুগের প্রথম জয় ইউনাইটেডের