বাংলাদেশ ফুটবল দলে জায়গা পেয়েও বিমান বাহিনী ছুটি পাননি ফরোয়ার্ড সুমন রেজা। বাধ্য হয়েই বিমান বাহিনীর চাকরি ছেড়ে দিয়ে যোগ দেন জাতীয় দলের ক্যাম্পে। দিয়েছিলেন অব্যাহতি পত্রও। সুমনের দেওয়া সেই অব্যাহতিপত্র গ্রহণ করেনি বিমান বাহিনী। বরং, তাকে ছুটি দিয়েছে জাতীয় দলের চালিয়ে যেতে বলেছে।
চলতি বছরের ২২ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে প্রীতিম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন ফরোয়ার্ড সুমন রেজা।
বাংলাদেশ দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ চলাকালীন অনুষ্ঠিত হবে আন্তঃবাহিনী ফুটবল টুর্নামেন্ট। জাতীয় দলের খেলতে না দিয়ে বিমান বাহিনীর জার্সিতে খেলতে বলেছিল প্রতিষ্ঠানটি।
দোটানায় পড়ে একরকম বাধ্য হয়েই বিমান বাহিনী থেকে ‘অব্যাহতি’ নিয়েছিলেন সুমন রেজা। ‘অব্যাহতি’ পত্র দিয়ে যোগ দিয়েছিলেন বাংলাদেশ দলের ক্যাম্পে।
তবে বিমান বাহিনী তার ‘অব্যাহতি’ পত্র গ্রহণ করেনি। বরং, তাকে ছুটি দিয়ে জাতীয় দলে খেলার জন্য ছুটি দেয় বিমান বাহিনী। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেওয়া বিমান বাহিনীর চিঠিতে বলা হয়েছে, “চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ বিমান বাহিনীর ফুটবল খেলোয়াড় সৈনিক সুমন রেজাকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচসমুহে অংশগ্রহণের নিমিত্তে আয়োজিত প্রশিক্ষণ ক্যাম্পে যোগদান করার জন্য ছাড়পত্র প্রদান করা হলো।”
২০১৪ সালে বিমান বাহিনীতে যোগ দেন সুমন। পরের বছর প্রতিষ্ঠানটি হয়ে খেলা শুরু করেন তিনি। এছাড়াও প্রিমিয়ার লিগে উত্তর বারিধারা হয়ে এখন তার ঠিকানা বসুন্ধরা কিংস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর