ইউনাইটেডের দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়ে আন্থনিকে আটকে রাখার চেষ্টা করেছিল ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডাম। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে আটকে রাখতে পারছে না ক্লাবটি। আয়াক্স ছেড়ে আন্থনির নতুন ঠিকানা হতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।
২০২২-২৩ মৌসুম শুরুর আগে গুঞ্জন উঠেছিল রেড ডেভিলদের ডেরা ছাড়তে চান অ্যান্থনি। মৌসুম শুরুর পর ওই গুঞ্জন হালকা হয়ে আসলেও শঙ্কা রয়েই গেছে। রোনালদোর দল ছাড়ার আগেই তাই নতুন ফুটবলারকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইংলিশ গণমাধ্যমগুলো জানাচ্ছে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যান্থনিকে দলে নিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। নেদারল্যান্ডসের ঘরোয়া ফুটবলের ইতিহাসে তিনিই সবচেয়ে দামি ফুটবলার।
দীর্ঘদিন ধরেই ইউনাইটেডে যোগ দিতে মরিয়া ছিলেন অ্যান্থনি। তাকে দলে পেতে এরিক টেন হাগও মরিয়া থাকলেও বারবারই প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিলো আয়াক্স। এর আগে তিন দফায় আয়াক্সকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল। শেষ পর্যন্ত তাকে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নিয়েছে ইউনাইটেড।
২০২৭ সাল পর্যন্ত ইউনাইটেডের জার্সিতে খেলবেন অ্যান্থনি। এছাড়াও চুক্তিতে আরো এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। এই সময়ে বাৎসরিক কত বেতন পাবেন তা এখনো নিশ্চিত করেনি দলটি।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) লেস্টার সিটির মুখোমুখি হবে ইউনাইটেড। ওই ম্যাচেই অভিষেক হতে পারে অ্যান্থনির।
আয়াক্সের জার্সিতে ৮২ ম্যাচে ২৪ গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান। এই সময়ে সতীর্থদের দিয়ে করিয়েছেন ২২ গোল। ক্লাবের একাদশে নিয়মিত হলেও ব্রাজিল দলে এখনো উপেক্ষিত রয়েছেন অ্যান্থনি। ২০২১ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন তিনি। সেলেসাওদের জার্সিতে করেছেন ২ গোল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর