লা লিগায় তিন ম্যাচে চার গোল। চলতি দশকে অভিষেকের পর বার্সেলোনার জার্সি গায়ে প্রথম তিন ম্যাচে এই সংখ্যক গোল করতে পারেনি কেউ। লা লিগায় তৃতীয় ম্যাচেও জোড়া গোল এসেছে রবার্ট লেভানডোভস্কির পা থেকে। ম্যাচ শেষে এই পোলিশ স্ট্রাইকারকে প্রশংসায় ভাসালেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।
লুইস সুয়ারেজ যাওয়ার পর একজন স্ট্রাইকারের অভাব অনেকদিন ধরেই বোধ করছিল বার্সেলোনা। এরপর লিওনেল মেসিও চলে যাওয়াতে তো বার্সেলোনার আক্রমণভাগই নিষ্প্রভ হয়ে পড়েছিল।
তবে অবশেষে অন্তত সুয়ারেজের যোগ্য উত্তরসূরী হয়তো পেতে চলেছে স্প্যানিশ ক্লাবটি। চলতি গ্রীষ্মকালীন দলবদলেই ন্যূ ক্যাম্পে এসেছেন লেভানডোভস্কি। এসেই নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া শুরু করেছেন তিনি।
লা লিগায় প্রথম ম্যাচে গোল না পেলেও পর দুই ম্যাচে টানা জোড়া করেছেন এই পোলিশ স্ট্রাইকার। ঘরের মাঠে ভ্যালদোলিদের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ের পর লেভার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেলো বার্সেলোনা কোচ জাভিকে।
লেভানডোভস্কির জোড়া গোলে বার্সার সহজ জয়
অল্প কয়েক দিনেই দলের সঙ্গে মানিয়ে নেওয়াতে লেভানডোভস্কিকে নিয়ে মুগ্ধ জাভি। বলেন, “লেভা একজন অসাধারণ ফুটবলার। যেভাবে সে দলের সঙ্গে মানিয়ে নিচ্ছে, তা সত্যিই অসাধারণ। বোঝাই যাচ্ছে, সে সহজাত নেতা ও জাত পরিশ্রমী। আমার দলের সবচেয়ে বড় উদাহরণ সে।”
বায়ার্ন মিউনিখ ছেড়ে আসার সময় রীতিমতো সম্পর্ক তিক্ত করে আসতে হয়েছে লেভানডোভস্কিকে। বায়ার্ন সর্বোচ্চ চেষ্টা করলেও লেভার বার্সা আসার জেদে বাধা হতে পারেনি।
⚽???????? ???????????????????????? ???????? ????????????????????????????????????.@lewy_official #BarçaValladolid (1-0) pic.twitter.com/tpjPtLeunx
— FC Barcelona (@fcbarcelona_fra) August 28, 2022
তবে বার্সেলোনায় সে খুব সুখি আছে বলেই মত জাভির। “লেভানডফস্কি দেখাচ্ছে সে কতটা পরিণত। দলের সব ফুটবলারের সঙ্গে সে কথা বলে। সবচেয়ে বড় বিষয় লেভা বার্সাতে বেশ সুখে আছে।”
২০১১ সালের পর লা লিগায় অভিষেকের পর প্রথম তিন ম্যাচে কেউ চার গোল করতে পারেনি। সর্বশেষে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি গায়ে এই কীর্তি গড়েছিলেন উরুগুইয়ের ফুটবলার র্যাদামেল ফালকাও।
স্পোর্টসমেইল২৪/এসকেডি