প্রিমিয়ার লিগ শেষে ছুটি কাটিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। প্রতিবার ফিটনেস সমস্যার কথা শোনা গেলেও এবার এই নিয়ে কোনো অভিযোগ নেই। বরং, সব ফুটবলারের ফিটনেস রয়েছে মান সম্পন্ন পর্যায়ে। নিজেরা পেশাদার বলেই এটা সম্ভব হয়েছে বলে জানান গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
লিগ শেষে ২৫ দিনের ছুটি কাটিয়ে জাতীয় দলের ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। এই সময়ে সব ফুটবলারই নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছে বলে জানান আনিসুর রহমান জিকো।
তিনি বলেন, “আমরা সবাই চেষ্টা করেছি ফিটনেস ঠিক রাখতে। কারণ আমরা জানতাম সামনে জাতীয় দলের ম্যাচ রয়েছে।”
তিনি আরো বলেন, “সামনে ম্যাচ আছে, আমরা এটা অনেক আগেই শুনেছি। ক্লাব থেকেও আমাদের শিডিউল দিয়েছিল। সেই অনুযায়ী আমরা ফিটনেস নিয়ে কাজ করেছি। আশা করি আমাদের খেলোয়াড়দের কোনো সমস্যা হবে না। সবাই ছুটিতে ছিল, কিন্তু এর মধ্যেও অনেকে জিম করেছে, রানিং করেছে। ফিটনেস ধরে রাখার চেষ্টা করেছে।”
এছাড়াও ফুটবলাররা নিজেদের ফিট রাখার মানসিকতা রাখে বলেও জানিয়েছেন ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা। বলেন, “আমরা অনেক দিন খেলার বাইরে ছিলাম। তাই কোচ ফিটনেস নিয়ে কাজ শুরু করেছে।’ ফুটবলারদের ফিটনেসে কোচ সন্তুষ্ট বলে জানালেন বাদশা, ‘তিনি আমাদের ফিটনেস লেভেলে সন্তুষ্ট রয়েছেন।”
আগামী আন্তর্জাতিক ফুটবল উইন্ডোতে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে এই দুই প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচেই জয়ের লক্ষ্যে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর