নারীদের অনুর্ধ্ব’২০ যুব বিশ্বকাপে জাপানকে ৩-১ গোল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে স্পেনের মেয়েরা। ফাইনালে স্পেনের হয়ে মারিয়া গাবারো একটি ও জোড়া গোল করেন পারলুয়ে।
রোববার (২৮ আগস্ট) কোস্টারিকার সান হোসের স্থাদিও নাসিওনালে জাপানের মুখোমুখি হয়েছি স্পেন। ম্যাচের ১২তম মিনিটে প্রথম গোল পায় স্পেনের মেয়েরা। দুর্দান্ত গোল করে স্পেনকে এগিয়ে দেন মারিয়া গাবারো।
১০ মিনিট পর আরও একবার জাপানের রক্ষণে ফাটল ধরায় স্পেনের মেয়েরা। এক নৈপুণ্যে নিখুঁত দক্ষতায় গোল ব্যবধান দ্বিগুন করেন পারালুয়েলো।
পাঁচ মিনিটের ব্যবধানে আবারও স্পেন সমর্থকদের আনন্দে ভাসান পারালুয়েলো। ম্যাচের ২৭তম মিনিটে পেনাল্টি থেকে জাপান গোলরক্ষককে বোকা বানিয়ে স্পেনকে এগিয়ে দেন ৩-০ গোলে।
১৯টি শট রুখে বায়ার্নকে দমিয়ে দেন সুইস বাজপাখি ইয়ান সোমার
প্রথমার্ধেই প্রায় শুরুতেই তিন গোলের ব্যবধানে পিছিয়ে পড়লেও লড়াই চালিয়েছে জাপানের মেয়েরা। বেশ কয়েকবার স্পেনের রক্ষণে ফাটল ধরালেও লক্ষ্যভেদ করতে পারেনি। ফলে ৩-০ গোল পিছিয়ে থেকেই বিরতিতে যায় জাপান।
বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় জাপান। ৪৭তম মিনিটে জাপানের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন সুজু আমানো। তবে তারপর ম্যাচের বাকি সময়ে আর তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি জাপানের মেয়েরা।
শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয়ে শিরোপা উৎসবে মেতে ওঠে জাপানের মেয়েরা। একই সঙ্গে ২০১৮ সালে একই ব্যবধানে হেরে বিশ্বকাপ হারের প্রতিশোধও নেওয়া হলো স্প্যানিশ মেয়েদের।
ফাইনাল হারলেও মেয়েদের অনুর্ধ্ব’২০ বিশ্বকাপে সেরা খেলোয়াড় হয়েছেন জাপানের মাইকা হামানো। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন স্পেনের গাবারো (৮)। গত এক যুগে এই প্রথম কোনো খেলোয়াড় নারীদের যুব বিশ্বকাপে সাত গোলের বেশি করলেন।
স্পোর্টসমেইল২৪/এসকেডি