দেশের জার্সি গায়ে জড়াতে বিমান বাহিনী ছাড়লেন সুমন রেজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২০ এএম, ২৯ আগস্ট ২০২২
দেশের জার্সি গায়ে জড়াতে বিমান বাহিনী ছাড়লেন সুমন রেজা

বসুন্ধরা কিংসের হয়ে লিগ শিরোপা জিতে বিমান বাহিনীতে ফেরত গিয়েছিলেন জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা। এমন সময়েই ডাক এসেছিল জাতীয় দলের জার্সিতে নেপাল ও কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ খেলার। তবে বিমান বাহিনী অনুমতি না দেওয়ায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারছিলেন না। শেষ পর্যন্ত বিমান বাহিনীর চাকরি ছেড়ে দিয়ে জাতীয় দলকেই বেছে নিয়েছেন এই স্ট্রাইকার।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। একই সময়ে অনুষ্ঠিত হবে আন্তঃবাহিনী ফুটবল টুর্নামেন্ট। ফলে বিমান বাহিনী তাকে ছাড়তে নারাজ ছিল। তাই একরকম বাধ্য হয়েই বিমান বাহিনী চাকরি ছেড়েছেন সুমন রেজা।

রোববার (২৮ আগস্ট) সংবাদমাধ্যমকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সুমন রেজা। চাকরি ছেড়ে যোগ দিয়েছেন জাতীয় দলের সাথে টিম হোটেলে।

এই নিয়ে তিনি বলেন, “আমি আসলের দেশের হয়ে খেলতে চাই। জাতীয় দলের ক্যারিয়ার লম্বা করতে চাই। সব ফুটবলারই চায় জাতীয় দলে খেলতে। সেই সুযোগটা যাতে নষ্ট না হয়, সেই জায়গা থেকেই এই সিদ্ধান্তে নেওয়া।”

বাধ্য হয়েই যে বিমান বাহিনীর চাকরি ছেড়েছেন তাও জানিয়েছেন সুমন। এমনকি চাকরি ছেড়েও কষ্ট পাচ্ছেন তাও বোঝা যাচ্ছিল তার কথায়।

বলেন, “দীর্ঘদিন বিমান বাহিনীর সাথে ছিলাম ও খেলেছি। সেখানেও খেলার ইচ্ছা ছিল। কিন্তু দুইটা একসাথে চালিয়ে যাওয়া কষ্ট হচ্ছিল। বাধ্য হয়েই আমাকে বিমানবাহিনীর চাকরিটা ছাড়তে হয়েছে।”

২০১৪ সালে অক্টোবরে খেলোয়াড় কোটায় বিমান বাহিনীতে যোগ দেন সুমন রেজা। উত্তর বারিধারা ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণের পর খেলেছেন বসুন্ধরা কিংসে। জিতেছেন প্রিমিয়ার লিগ ফুটবলও।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আব্দুল হাকিম মারা গেছেন

স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আব্দুল হাকিম মারা গেছেন

লিগ কমিটির পদ ছাড়লেন সালাম মুর্শেদী

লিগ কমিটির পদ ছাড়লেন সালাম মুর্শেদী

ইঙ্গিত দিয়েও বাংলাদেশ ফুটবল দলের চমকহীন স্কোয়াড 

ইঙ্গিত দিয়েও বাংলাদেশ ফুটবল দলের চমকহীন স্কোয়াড 

বাংলাদেশকে বাস উপহার দিলো উয়েফা

বাংলাদেশকে বাস উপহার দিলো উয়েফা