আবারও টাইব্রেকার, ডেনমার্ককে হারিয়ে শেষ আটে ক্রোয়েশিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩০ এএম, ০২ জুলাই ২০১৮
আবারও টাইব্রেকার, ডেনমার্ককে হারিয়ে শেষ আটে ক্রোয়েশিয়া

রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বের রোববার যেন ছিল টাইব্রেকারের দিন। দিনের দুটি খেলাই নির্দিষ্ট ও অতিরিক্ত সময়ে অমিমাংসিতভাবে শেষ হলে খেলা টাইব্রেকারের গড়ায়। প্রথম ম্যাচে টাইব্রেকার ভাগ্যে স্বাগতিক রাশিয়ার পর দ্বিতীয় ম্যাচে টাইব্রেকারে কাসপেস স্মাইকেলের সঙ্গে লড়াইয়ে জিজেছেন দানিয়েল সুবাসিচ। ফলে ডেনমার্ককে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের শেষ আটে উঠল ক্রোয়েশিয়া।

রোববার নির্ধারিত ৯০ মিনিটে সমতা থাকার পর অতিরিক্ত সময়ের শেষ দিকে লুকা মদ্রিচের পেনাল্টি ঠেকিয়ে ম্যাচ টাইব্রেকারে নেন স্মাইকেল। টাইব্রেকারেও ঠেকিয়েছিলেন দুটি পেনাল্টি। কিন্তু সুবাসিচ ঠেকান তিনটি। ফলে ৩-২ গোলে জিতে উৎসবে মাতে ক্রোয়েশিয়া।

নিজনি নভগোরোদে রোববার ম্যাচের শুরুতেই হয় দুটি বাজে গোল। প্রথম আক্রমণেই প্রথম মিনিটে এগিয়ে যায় ডেনমার্ক। ইয়োনাস কানুডসেনের লম্বা থ্রোয়ে বল পান টমাস ডেলাইনি। জটলার মধ্যে বল দেন মাটিয়াস ইয়োরগেনসেনকে। এই ডিফেন্ডারের গড়ানো শট ক্রোয়েশিয়া গোলরক্ষক দানিয়েল সুবাসিচের পায়ে লেগে জালে ঢুকে যায়।

চতুর্থ মিনিটে বিপদমুক্ত করার চেষ্টায় হেনরিক ডালসগার্ডের শটে বল ডিফেন্ডার আ্যন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের মুখে লেগে ডি-বক্সেই থাকে। মারিও মানজুকিচ বল পেয়ে জালে জড়ান। ২৮ মিনিটে ক্রোয়েশিয়াকে এগিয়ে নেয়ার সুযোগ নষ্ট করেন ইভান পেরিসিচ।

১০ মিনিট পর লুকা মদ্রিচের ফ্রি কিকে দেয়ান লভরেন হেড লক্ষ্যে রাখতে পারেননি। এছাড়া ৪০ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের ক্রস ক্রসবারের কোণায় লেগে বাইরে যায়। ডেনমার্কের জমাট রক্ষণ ক্রোয়েশিয়ার শক্তিশালী মিডফিল্ডকে খুব একটা সুযোগ দেয়নি তারা।

দ্বিতীয়ার্ধে গোলের ভালো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৬তম মিনিটে পেনাল্টি সেভ করে ডেনমার্ককে ম্যাচে রাখেন স্মাইকেল।

পেনাল্টিতে মদ্রিচের শট বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্মাইকেল। ম্যাচ যায় টাইব্রেকারে। সেখানে লড়াইয়ে জিতলেন সুবাসিচ। পেনাল্টি শুট আউটে প্রথম শট নেন ডেনমার্কের এরিকসেন। তার শটে সুবাসিচ গ্লাভস ছোঁয়ানোয় বল লাগে পোস্টে। স্মাইকেল এরপর ফিরিয়ে দেন মিলান বাদেলেইয়ের পেনাল্টি।

পরের দুই শটে জালের দেখা পান ডেনমার্কের সিমন কেয়ার ও মিকেল ক্রন-ডেহলি। ক্রোয়েশিয়ার আনদ্রেই ক্রামারিচ ও মদ্রিচও বল পাঠান জালে। লেসে শুনের নেয়া ডেনমার্কের চতুর্থ শট ঠেকিয়ে দেন সুবাসিচ। ইয়োসিপ পিভারিচের শট ঠেকিয়ে আশা বাঁচিয়ে রাখেন স্মাইকেল। নিকোলাই ইয়োরগেনসেনের শট ঠেকিয়ে আবার স্মাইকেলকে চাপে ফেলেন সুবাসিচ। এবার আর পারেননি ডেনিশ গোলরক্ষক। রাকিতিচের শট খুঁজে পায় জাল, ক্রোয়েশিয়াও পৌঁছে যায় শেষ আটে।

আগামী শনিবার সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাশিয়ার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।



শেয়ার করুন :


আরও পড়ুন

ট্রাইব্রেকারে স্পেনের বিদায়, কোয়ার্টারে রাশিয়া

ট্রাইব্রেকারে স্পেনের বিদায়, কোয়ার্টারে রাশিয়া

ব্রাজিলকে হারিয়ে খরা কাটাতে চায় মেক্সিকো

ব্রাজিলকে হারিয়ে খরা কাটাতে চায় মেক্সিকো

মেসি-রোনালদো বিহীন বিশ্বকাপ ‘লজ্জার’

মেসি-রোনালদো বিহীন বিশ্বকাপ ‘লজ্জার’

ঘোষণা দিয়ে মৃত্যুর ধারা বিবরণী রচনা করেছে আর্জেন্টিনা

ঘোষণা দিয়ে মৃত্যুর ধারা বিবরণী রচনা করেছে আর্জেন্টিনা