টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোলের দেখা পেয়েছেন বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি। তার জোড়া গোলেই প্রতিপক্ষ রিয়াল ভায়াদোলিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে বার্সেলোনা।
রোববার (২৮ আগস্ট) ঘরের মাঠে ন্যু ক্যাম্পে রিয়াল ভায়াদোলিদকে আতিথ্য দেয় বার্সেলোনা। সাফল্য পেতে খুব বেশি সময় লাগেনি। ম্যাচের ২৪তম মিনিটে রাফিনহার পাস থেকে দলকে এগিয়ে নেন লেভানডোভস্কি।
প্রথমার্ধে প্রতিপক্ষের উপর এর চেয়ে বেশি চাপ তৈরি করতে পারেনি জাভি হার্নান্দেজের শিষ্যরা। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ওসমান ডেম্বেলের পাস থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন তরুণ পেদ্রি। এরপর অবশ্য ব্যবধান কমানোর সুযোগ ছিল ভায়াদোলিদের কাছে।
ভাগ্য সহায় না হওয়ায় সেই সুযোগ পায়নি সফরকারীরা। বিরতির আগ মুহূর্তে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল প্রায় জড়িয়ে ফেলেছিলেন এরিক গার্সিয়া। শেষ পর্যন্ত অবশ্য তা আর হয়নি।
বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ব্যতিব্যস্ত করে তোলে বার্সেলোনা। ম্যাচের ৬৪তম মিনিটে আবারো গোলমুখে সাফল্য পান লেভানডোভস্কি। এবার তাকে গোল করতে সহায়তা করেন ডেম্বেলে।
তৃতীয় গোল করেও অবশ্য সন্তুষ্ট ছিল না বার্সেলোনা। তাই তো বদলি হিসেবে নেমেই গোলের দেখা পান সার্জিও রবার্তো। এতেই টানা দুই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে টানা ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে জাভির দলের অবস্থান এখন চার নম্বরে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর