গুঞ্জন আছে রিয়াল মাদ্রিদ ছাড়বেন স্প্যানিশ তারকা মার্কো অ্যাসেনসিও। ম্যানচেস্টার ইউনাইটেড তার সম্ভাব্য গন্তব্য হলেও তার বদলি হিসেবে নতুন কাউকে এখনই দলে ভেড়ানোর পরিকল্পনা নেই মাদ্রিদের দলটির। এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগে বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
অ্যাসেনসিওর ঠিকানা ইউনাইটেড হবে কি-না তা এখনো নিশ্চিত না হলেও দল ছাড়তে উঠে পড়ে লেগেছেন। এতোদিন সংবাদমাধ্যমে গুঞ্জন থাকলেও বিষয়টি খোলাসা করে দিয়েছেন আনচেলত্তি।
অ্যাসেনসিওর বদলি না নিলে কে বদলি ফুটবলার হবেন তা খোলাসা করেছেন আনচেলত্তি। জানিয়েছেন, মারিয়ানো দিয়াজকে অ্যাসেনসিওর বদলি হিসেবে বিবেচনা করছেন তিনি।
আনচেলত্তি বলেন, “আমি মারিয়ানোকে (আসেনসিওর বিকল্প হিসেবে) বিবেচনা করছি। আসেনসিওর সে অনেক পিছিয়ে আছে। তার জন্য এখানে টিকে থাকাটা কষ্টকর হবে।”
ঠিক কি কারণে অ্যাসেনসিওর বদলি নেওয়া হবে না, তার ব্যাখ্যাও দিয়েছেন আনচেলত্তি। বলেন, “আমাদের স্কোয়াডে এখন পর্যাপ্ত ফুটবলার আছে। যদি অ্যাসেনসিও দল ছাড়ে, আমরা কাউকে নিবো না। কারণ, আমাদের নতুন কাউকে দরকার নেই।”
অ্যাসেনসিওর সম্ভাব্য গন্তব্য কি হতে পারে, তা নিয়ে মন্তব্য করতে নারাজ আনচেলত্তি। জানান, ২ সেপ্টেম্বর জানা যাবে অ্যাসেনসিওর ভাগ্য।
বলেন, “আমি অ্যাসেনসিও সম্পর্কে নতুন কিছু জানি না। সে নিজেই পরিস্থিতি বিবেচনা করছে। ২ সেপ্টেম্বর তার সম্পর্কে জানা যাবে। এখন পর্যন্ত সে আমাদের দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। শেষ দুই বছরে আমাদের জয়ে তার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।”
২০১৫ স্প্যানিশ ক্লাব এস্পানিওল থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন অ্যাসেনসিও। ২০২৩ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে খেলার জন্য চুক্তিবদ্ধ আছেন তিনি। চুক্তি শেষ হওয়ার এক মৌসুম আগেই দল ছাড়তে উঠে পড়ে লেগেছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর