লিভারপুলের পর সাউথহ্যাম্পটনের বিপক্ষেও ইউনাইটেডের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৭ আগস্ট ২০২২
লিভারপুলের পর সাউথহ্যাম্পটনের বিপক্ষেও ইউনাইটেডের জয়

টানা দুই হারে লিগ শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর শুরু লিভারপুলের বিপক্ষে। সাউথহ্যাম্পটনের বিপক্ষেও জয়ের সেই ধারা ধরে রেখেছে এরিক টেন হাগের শিষ্যরা। সাথে টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরষ্কারটা নিয়েছেন লিসান্দ্রো মার্টিনেজ। সাউথহ্যাম্পটনের মাঠে ইউনাইটেডে জয় পেয়েছে ১-০ গোলে।

শনিবার (২৭ আগস্ট) সাউথহ্যাম্পটনের মাঠে আতিথ্য নেয় ইউনাইটেড। এই ম্যাচেও রেড ডেভিলদের জার্সিতে শুরুর একাদশে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। অধিনায়ক হ্যারি ম্যাগুয়েরকেও এদিন সাইড বেঞ্চে রাখেন কোচ।

সাউথহ্যাম্পটনের বিপক্ষে এই ম্যাচে ইউনাইটেডের হয়ে জয়সূচক গোল করেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। আরেক পর্তুগিজ তারকা রোনালদো এদিন ম্যাচের ৬৮তম মিনিটে মাঠে নামেন।

আগের ম্যাচের গোলদাতা জডোন সাঞ্চোর বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এদিন ইউনাইটেডের জার্সিতে অভিষেক ম্যাচ খেলতে নামেন ক্যাসেমিরো।

সাউথহ্যাম্পটনের মাঠে এদিন প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি এরিক টেন হাগের দল। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫তম মিনিটে দালোতের পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রুনো ফার্নান্দেজ। এর আগে ম্যাচের ৫০তম মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন দালোত।

সাউথহ্যাম্পটনের বিপক্ষে বেশ আক্রমণাত্মক ছিল ইউনাইটেডের ফুটবলাররা। ম্যচের পুরো সময়ে তিনটি হলুদ কার্ড দেখেন ইউনাইটেড। ম্যাচে বলের ধরে রাখতে পারলেও আক্রমণে বেশ পেছানোর ছিল এরিক টেন হাগের শিষ্যরা। সাউথহ্যাম্পটনের ১৭ শটের বিপরীতে রেড ডেভিলরা নিয়েছিল ১১ শট।

এই ম্যাচ জিতে ৪ ম্যাচে দুইটি করে জয় ও পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪ ম্যাচে একটি করে জয় ও ড্র এবং দুই হারে ৪ পয়েন্ট পেয়েছে সাউথহ্যাম্পটন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ইউরোপা লিগে ইউনাইটেডের প্রতিপক্ষ রিয়ালকে হারানো তিরাসপোল

ইউরোপা লিগে ইউনাইটেডের প্রতিপক্ষ রিয়ালকে হারানো তিরাসপোল

ক্যাসেমিরোর ইউনাইটেড যাত্রার পেছনে রয়েছে ভিন্ন চ্যালেঞ্জ

ক্যাসেমিরোর ইউনাইটেড যাত্রার পেছনে রয়েছে ভিন্ন চ্যালেঞ্জ

রোনালদো হাত না মেলানোয় ‘হতভম্ব’ লিভারপুল কিংবদন্তী

রোনালদো হাত না মেলানোয় ‘হতভম্ব’ লিভারপুল কিংবদন্তী

টেন হাগের সমালোচনা মেনে নিতে পারছেন না ক্লপ

টেন হাগের সমালোচনা মেনে নিতে পারছেন না ক্লপ