লিগ কমিটির পদ ছাড়লেন সালাম মুর্শেদী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৭ আগস্ট ২০২২
লিগ কমিটির পদ ছাড়লেন সালাম মুর্শেদী

ব্যবসায়িক ও রাজনৈতিক কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লিগ কমিটির প্রধানের পদ ছেড়ে দিয়েছেন সালাম মুর্শেদী। লিগ কমিটি ছাড়লেও বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স ও রেফারিজ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। 

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল লিগ কমিটির চেয়ারম্যানের পদ ছাড়তে পারেন সালাম মুর্শেদী। অবশেষে শনিবার (২৭ আগস্ট) নিজেই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি।

শনিবার (২৭ আগস্ট) বাফুফে এক সংবাদ সম্মেলনে পদ ছেড়ে দেওয়ার বিষয় বিষয়টি নিশ্চিত করেছেন সালাম মুর্শেদী। সেখানেই জানান, ব্যবসায়িক ও রাজনৈতিক কারণে ফুটবলে সময় দিতে পারছেন না।

বলেন, “ফুটবল আমার প্রথম অগ্রাধিকার। কিন্তু বাস্তবতার কারণেই আমি এখন ফুটবলে সময় দিতে পারছি না। এ জন্য আজ আমি সভাপতিকে (কাজী সালাউদ্দিন) জানিয়ে দিয়েছি যে পেশাদার লিগ কমিটি চালানোর মতো সময় আমার হাতে নেই।”

ফুটবলের লিগ কমিটি থেকে নিজেকে সরিয়ে নেওয়া সালাম মুর্শেদী জানিয়েছেন এখন তার ব্যবস্থা রাজনীতি আর ব্যবসা নিয়েই। মূলত সেই দিকেই নজর রাখতে চান বলেই ছেড়েছেন এই দায়িত্ব।

বলেন, “সামনে আমার রাজনৈতিক ব্যস্ততা বাড়বে। পেশাদার লিগ কমিটি চালাতে গেলে অনেক সময় দিতে হয়। এখন সাইফ স্পোর্টিং ক্লাব খেলতে চাচ্ছে না। একটা দল কমে গেল। ম্যাচ ফিক্সিংয়ের অনেক ব্যাপার আছে। এগুলা সামলাতে হলে সময় দিতে হয়। এত সময় এখন আমার হাতে নেই। আমার নির্বাচনী এলাকা হচ্ছে গ্রামে, তাই সেখানে এখন আরও বেশি যেতে হবে। সামনে নির্বাচন। সবকিছু বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

সালাম মুর্শেদী ফুটবল ফেডারেশনের পাশাপাশি ব্যবসায়ী ও রাজনীতিতে বেশ দীর্ঘ সময় ধরে কাজ করছেন। পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিজিএমই’র সভাপতি হিসেবে কাজ করেছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ইঙ্গিত দিয়েও বাংলাদেশ ফুটবল দলের চমকহীন স্কোয়াড 

ইঙ্গিত দিয়েও বাংলাদেশ ফুটবল দলের চমকহীন স্কোয়াড 

বাংলাদেশকে বাস উপহার দিলো উয়েফা

বাংলাদেশকে বাস উপহার দিলো উয়েফা

বাংলাদেশের হয়ে খেলতে চান মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাত

বাংলাদেশের হয়ে খেলতে চান মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাত

টানা তৃতীয় মেয়াদে স্প্রিন্ট-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

টানা তৃতীয় মেয়াদে স্প্রিন্ট-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া