বছরের শেষদিকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো বসতে যাওয়া এই টুর্নামেন্ট থেকে ৬ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের আশা করেছে কাতার। এমনটাই জানিয়েছে, ফিফা বিশ্বকাপের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের আল খাতের।
২০১০ সালে বিশ্বকাপ আয়োজনে স্বত্ব পায় কাতার। নানা বাঁধা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত কাতারেই বসবে এবারের আসর। মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি সংখ্যক দর্শক আসবে বলেও আশা কাতারের। এছাড়াও আয়ের দিক থেকেও শীর্ষে থাকার বিষয়ে আশাবাদী।
টুর্নামেন্টে টিকিটের চাহিদা রয়েছে চরম। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচের টিকিটের চাহিদা বেশি। এমনকি আর্জেন্টিনা-মেক্সিকো ও আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচের কোনো টিকিট আর অবশিষ্ট নেই বলেও জানিয়েছেন আল খাতের।
বিশ্বকাপ আয়োজন থেকে কি রকম আয় হবে তার একটি ধারণাও দিয়ে রেখেছেন নাসের আল খাতের। তিনি বলেন, “ফিফার অনুমান অনুযায়ী ২০২২ সালের বিশ্বকাপ থেকে আয় হবে ৬ বিলিয়ন ডলার।”
এছাড়াও বিশ্বকাপের উদ্বোধনী একদিন এগিয়ে আনা হয়েছে। এর পিছনেও বিশ্বকাপের স্টেকহোল্ডারদের অনেক অবদান রয়েছে বলে জানিয়েছেন তিনি। বলেন, “বিশ্বকাপের অনেক স্টেকহোল্ডার চেয়েছেন উদ্বোধনটা যেনো রোববারে হয়।”
কাতার বিশ্বকাপে টিকিটের চাহিদা তুঙ্গে থাকলেও এখনো প্রায় সাড়ে ৩ মিলিয়ন টিকিট বিক্রির অপেক্ষায় আছে বলে জানান তিনি। এই টিকিটের বেশিরভাগই অবশ্য পাবে স্পনসর প্রতিষ্ঠান ও ফুটবল সংগঠনগুলো। এর আগে ছাড়া সবগুলো টিকিটই পেয়েছিল সাধারণ সমর্থকরা। এই ধাপে ছাড়া টিকিটও সাধারণ সমর্থকরা পাবেন বলেও জানান তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর